বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Fake notes: দেড় লক্ষ টাকার জাল নোটের হদিশ কলকাতায়, মালদহের বাসিন্দা গ্রেফতার
তপসিয়া থেকে দেড় লক্ষ টাকার জাল নোট সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মালদহের কালিয়াচকের বাসিন্দা রাকিমুল শেখকে গ্রেফতার করে করে কলকাতা পুলিশে এসটিএফ। তার কাছ থেকে ৩০০টি জাল ৫০০ টাকা পাওয়া গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার তপসিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় জাল নোট-সহ রকিমুলকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকেল চারটে নাগাদ তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই প্রথম নয় এর আগেও পুলিশ রকিমুলকে একই অভিযোগে গ্রেফতার করেছিল। জাল নোটের কারবার করার অভিযোগে তাঁর সাজাও হয়। ছাড়ার পর সে আবার জাল নোটের কারবারে নামে। তবে সে একা নয় তার সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে বলে পুলিশ মনে করছে। তাকে হেফাজে নিয়ে জিজ্ঞাসাবাদ সুর করেছে পুলিশ।