বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ICC world cup 2023: টিকিটের কালোবাজারি রুখতে ইডেনের চারপাশে থাকবে ২৫০জন পুলিশ

ICC world cup 2023: টিকিটের কালোবাজারি রুখতে ইডেনের চারপাশে থাকবে ২৫০জন পুলিশ

টিকিট না পেয়ে ইডেন গার্ডেন্সে সদস্যরা বিক্ষোভ দেখান।

টিকিট কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ। কালোবাজারির অভিযোগ তুলে ময়দান এবং এন্টালি থানায় মোট ৭টি এফআইআর হয়েছে।

আগামী রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ। তার আগে টিকিটের কালোবাজারির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে।এই অবস্থায় কালোবাজারি রুখতে আজ শুক্রবার থেকে ইডেন গার্ডেনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়ন করল লালবাজার। যার সংখ্যাটা হল প্রায় আড়াইশো জন। এর পাশাপাশি সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়া দিতে বলেছে ময়দান থানার পুলিশ। যদিও সেকথা অস্বীকার করেছে সিএবি।

আরও পড়ুন: ইডেনের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ, মুখ খুললেন সৌরভ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিকিট কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ। কালোবাজারির অভিযোগ তুলে ময়দান এবং এন্টালি থানায় মোট ৭টি এফআইআর হয়েছে। সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন ক্রিকেট প্রেমীরা। অভিযোগ উঠেছে, সিএবি’র সদস্যদের অধিকাংশ টিকিট পাননি। স্টেডিয়ামে আসন সংখ্যা সীমিত তা সত্ত্বেও টিকিটের চাহিদা আকাশছোঁয়া হওয়ায় কালোবাজারির অভিযোগ উঠে এসেছে। টিকিট না পেয়ে বেজায় ক্ষুদ্র ক্রিকেটপ্রেমীদের একাংশ। এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘টিকিটের কালোবাজারি অভিযোগ নিয়ে আমরা তদন্ত করছি। আমরা সিএবি এবং অনলাইন সংস্থাকে নোটিশ পাঠিয়েছিলাম। আমরা তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। কিন্তু, আরও তথ্য জানার প্রয়োজন রয়েছে।’ তিনি জানান, তারা কতগুলি টিকিট বিক্রি করেছে বা কত টিকিট আছে, কাদের বিক্রি করা হয়েছে? সেই সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

উল্লেখ্য, টিকিট না মেলায় ক্রিকেটপ্রেমী এবং সিএবির সদস্যরা বৃহস্পতিবার বিকেলে ইডেনের বাইরে বিক্ষোভ দেখান। অভিযোগ উঠেছে, ৯০০ টাকার টিকিট ৯০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অভিযোগ ওঠার পরে শুক্রবার ওই অনলাইন টিকিট বিক্রি অ্যাপের আধিকারিককে ডেকে পাঠিয়েছে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, ওই আধিকারিক ময়দান থানায় হাজিরা দেন। পাশাপাশি সিএবির কর্তা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলেছে পুলিশ। যদিও সিএবির তরফে এই কথা অস্বীকার করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই এ প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, টিকিটের কালোবাজারি আটকানো সিএবির পক্ষে সম্ভব নয়। পুলিশকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে। অন্যদিকে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন অনলাইন টিকিট বিক্রিতে তাদের কোনও ভূমিকা নেই। সেটা বিসিসিআইয়ের ‘বুক মাই শো’ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। 

 

বাংলার মুখ খবর

Latest News

মাঘ মাসের গুপ্ত নবরাত্রি ২০২৫ শুরু হচ্ছে ৩০ জানুয়ারি, অষ্টমী কবে? 'ঠিকমত তদন্ত … মৃত্যুদণ্ড হয়নি,' সঞ্জয়ের সাজা ঘোষণার পর বললেন নির্যাতিতার বাবা হাঁপ ছাড়ল পুরুলিয়া! বাঘ গেল কোনপথে? পায়ের ছাপে লুকিয়ে ইঙ্গিত ঝকঝকে দিঘার হোটেল, রান্নাঘরে উঁকি দিতেই অবাক আধিকারিকরা, পচা খাবারে ভর্তি! বাবার বিয়েতে পুঁটি-অন্তঃসত্ত্বা মানসী,বাবুর মা! রুবেল-শ্বেতার বউভাতে টিম নিম ফুল রঞ্জিতে রোহিত শর্মার বিরুদ্ধে বল করতে পারেন রোহিত শর্মা, সেই সম্ভাবনা প্রবল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কবে শেষ হবে? বড় ধাঁধার জবাব দিলেন দেব শেষদিন হরগৌরীর সেটে ফিরল 'শঙ্কর' রাহুল, ৭৬৭ এপিসোডে ফুলস্টপ, চোখ জল নীলাঞ্জনার বাড়িতে আসছে খাম! ভরে দিতে হবে টাকা, ‘মন পড়তে’ নয়া কৌশল সিপিএমের চিলকুর বালাজি মন্দিরে পুজো প্রিয়াঙ্কার, রাজামৌলির বিগা বাজেট সিনেমাই কি এর কারণ

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.