থানায় ডিউটি করতে যাওয়ার কথা ছিল। তাই রাস্তায় বেরিয়েছিলেন এক কনস্টেবল। কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ কনস্টেবলের। সুতরাং থানার কাছে এসেও পৌঁছনো গেল না। আজ, শনিবার সকালে লরির ধাক্কায় মারা যান তিনি। ডিউটি করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার শিকার হন ওই পুলিশ কর্মী। তাঁর মোটরবাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি। তখন তিনি ছিটকে পড়েন রাস্তায়। আর তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় লরিটি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঠিক কী ঘটেছে ঠাকুরপুকুরে? স্থানীয় সূত্রে খবর, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ডিউটিতে যাওয়ার সময় ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার কনস্টেবল। থানার কাছে ইউ–টার্ন নেওয়ার সময় পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর মোটরবাইকে ধাক্কা মারে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঠাকুরপুকুর থানার পুলিশ লরি আটক করলেও চালক পলাতক। এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই পুলিশকর্মীর সতীর্থদের এবং তাঁর পরিবারের সদস্যদের মধ্যে প্রবল শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ কনস্টেবলের নাম শিশির মণ্ডল (৪৪)। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। শনিবার সকালে বেহালা চৌরস্তা থেকে ডিউটি করতে মোটরবাইকে চড়ে ঠাকুরপুকুর থানায় ফিরছিলেন। তখনই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। একটি বালির লরি তাঁকে পিছন দিক থেকেই ধাক্কা মারে। থানার সামনেই ছিটকে পড়েন শিশিরবাবু। লরিটি তাঁর উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে লরিটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। লরিটির চালক ও খালাসী পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আর কী জানা যাচ্ছে? কনস্টেবলের মৃত্যুতে শোকস্তব্ধ ঠাকুরনগর থানার পুলিশ অফিসাররা। ইতিমধ্যেই পথ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যোগাযোগ করা হয়েছে মৃত কনস্টেবলের পরিবারের সঙ্গে। তাঁর মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েছে পরিবার। উল্লেখ্য, মার্চ মাসেই পান্ডুয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ভিলেজ পুলিশের। পান্ডুয়ার খন্যানের জিটি রোড বোসপাড়া এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সপাটে ধাক্কা মারে সামনে থেকে আসা একটি মোটরবাইকে। গুরুত্বর জখম হন মোটরবাইক চালক এক ভিলেজ পুলিশ এবং তাঁর আত্মীয়া।