বিজেপির পর এবার ISF-কেও কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। রাজ্যের আপত্তি খারিজ করে বুধবার ISFএর আবেদনে সম্মতি জানান বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, অন্যরা সভা করার অনুমতি পেলে ISF নয় কেন?
২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিল ISF. পুলিশ সেই আবেদন খারিজ করে দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী গত বছর ISF-এর প্রতিষ্ঠা দিবসে কলকাতার রাজপথে হিংসার ছবি দেখিয়ে বলেন, ভিক্টোরিয়া হাউজের সামনে সভা থেকে এই ধরণের হিংসা ছড়ালে শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তাছাড়া ওই দিন ওই রাস্তা দিয়ে একটি মিছিল যাবে। সভা হলে তাদেরও সমস্যা হবে।
ISFএর আইনজীবীকে পুলিশের পেশ করা ভিডিয়ো দেখিয়ে বিচারপতি তার ব্যাখ্যা তলব করেন। বলেন, ওই জায়গায় তো অনেক দলই সভা করে। এরকম হিংসা তো কখনও দেখা যায় না। আপনাদের সভায় এরকম হল কেন?
এর পর বিচারপতি বলেন, অন্য দল যখন সভা করার অনুমতি পায় তখন ISFও পাবে। কিন্তু লোক জড়ো করায় নিয়ন্ত্রণ টানা হোক। কত লোক নিয়ে তারা সভা করতে চায় তা বৃহস্পতিবার আদালতকে জানাতে হবে ISFকে।
রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি সেনগুপ্ত বলেন, কম জনসমাগম করে পুলিশের সংখ্যা বাড়িয়ে সভা হবে। সঙ্গে যে মিছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেটাও যাবে। বৃহস্পতিবার এব্যাপারে চূড়ান্ত রায় দিতে পারে আদালত।