ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আবেদনে সংবিধানের সর্বোচ্চ পদকে অসম্মান করার জন্য অখিল গিরির শাস্তি দাবি করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটি দায়ের হয়। মামলা গ্রহণ করেছে আদালত।
গত বৃহস্পতিবার নন্দীগ্রামে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে চলছিল বিক্ষোভ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন অখিলবাবু। তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে দেখতে না কি খারাপ। নিজের রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা!’ সঙ্গে শুভেন্দুকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমি না কি দেখতে খারাপ। তুমি কি রূপসী? মেয়েরা পছন্দ করে না বলে ডোন্ট টাচ মাই বডি করো।’
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যে সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অখিলের মন্তব্যের নিন্দা করে বিবৃতি জারি করে তৃণমূল। ক্ষমা চান অখিলবাবুও। তিনি বলেন, ‘এক মাস ধরে শুভেন্দু আমার সম্পর্কে কটূক্তি করছে। আমি বয়স্ক মানুষ। রাগ সামলাতে না পেরে বলে ফেলেছি। রাষ্ট্রপতিকে কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আমার বক্তব্যের জন্য আমি অনুতপ্ত।’