উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে গত সপ্তাহে। ইতিমধ্যেই স্কুলগুলিতে উচ্চমাধ্যমিকের মার্কশিট দেওয়া হয়ে গিয়েছে পড়ুয়াদের। তবে কলকাতার একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আটকে রাখার অভিযোগ উঠেছে। ছাত্রদের ফি বকেয়া রয়েছে এই অভিযোগে তাদের মার্কশিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়া এবং অভিভাবকরা। তাদের দাবি, মার্কশিট আটকে রাখা চলবে না।
অভিযোগ, ওই স্কুলে পড়ুয়াদের কাছ থেকে জুলাই মাস পর্যন্ত পড়ুয়াদের কাছ থেকে ফি চাওয়া হচ্ছিল। তবে পড়ুয়াদের দাবি, উচ্চমাধ্যমিকে স্কুলে ক্লাস শেষ হয়েছে ডিসেম্বর মাসে। এরপর মার্চ মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মার্চের পর থেকে তাদের আর ক্লাস হয়নি। অথচ স্কুল কর্তৃপক্ষের দাবি, জুলাই মাস পর্যন্ত স্কুল ফি দিতে হবে। তা না দিলে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় স্কুলের তরফে। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়া এবং অভিভাবকদের বচসা বাঁধে । স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানান পড়ুয়া ও অভিভাবকরা। তাঁদের দাবি, মার্কশিট আটকে রাখা চলবে না।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শেষে বিভিন্ন কলেজে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই অবস্থায় মার্কশিট না পেয়ে সমস্যায় পড়েছেন ওই স্কুলের পড়ুয়ারা। যদিও স্কুলের তরফে জানানো হয়েছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কোনও সমস্যা হলে শিক্ষার্থী বা অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান করে নিতে পারেন। প্
উল্লেখ্য, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুন মাসের মধ্যেই ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে চায়ছে অনেক কলেজ। তবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট না পাওয়ায় সমস্যায় পড়েছেন ওই স্কুলের পড়ুয়ারা।