বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অনুব্রতর কোটি টাকা জেতার পিছনে রয়েছে কী রহস্য? লটারি বিক্রেতাকে তলব করল CBI

অনুব্রতর কোটি টাকা জেতার পিছনে রয়েছে কী রহস্য? লটারি বিক্রেতাকে তলব করল CBI

অনুব্রত মণ্ডল। 

গত জানুয়ারিতে ডিয়ার লটারির ১কোটি টাকার প্রথম পুরস্কার জেতেন অনুব্রত মণ্ডল। সংস্থার ওয়েবসাইটেও দেখা যায় অনুব্রতর ছবি ও নাম। এর পরই বিজেপির তরফে অভিযোগ করা হয়, লটারির মাধ্যমে কালো টাকা সাদা করছেন তৃণমূল নেতারা।

এবার অনুব্রতর লটারি কাণ্ডের তদন্তে নামল সিবিআই। গত জানুয়ারিতে ডিয়ার লটারির ১ কোটি টাকার পুরস্কার জিতেছিলেন অনুব্রত মণ্ডল। যে বিক্রেতার কাছ থেকে লটারি কেনা হয়েছিল সেই বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। বুধবারই হাজিরা দিতে বোলপুর থেকে রওনা হয়েছেন তিনি।

গত জানুয়ারিতে ডিয়ার লটারির ১কোটি টাকার প্রথম পুরস্কার জেতেন অনুব্রত মণ্ডল। সংস্থার ওয়েবসাইটেও দেখা যায় অনুব্রতর ছবি ও নাম। এর পরই বিজেপির তরফে অভিযোগ করা হয়, লটারির মাধ্যমে কালো টাকা সাদা করছেন তৃণমূল নেতারা। অবশেষে সেই ঘটনার তদন্ত শুরু করল সিবিআই।

‘‌চাকরি দিতে পারেন কেবল মা জগদ্ধাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’‌, মন্তব্য মিত্র মদনের

লটারি বিক্রেতা বাপি গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন গোয়েন্দারা। বোলপুরের এই লটারি বিক্রেতার কাছ থেকেই অনুব্রত লটারি কিনেছিলেন বলে জানা গিয়েছে। কবে তিনি লটারি কিনেছিলেন? আগে কখনও লটারি খেলতেন কি না? কত টাকায় কতগুলি টিকিট কিনেছিলেন। সেই টিকিটগুলির নম্বর কত ছিল, এসব জানতে চাইতে পারেন গোয়েন্দারা।

তবে অনুব্রতর লটারি জেতার খবরে অবাক হয়ে গিয়েছিলেন তাঁর অনুগামীরাও। দাদা যে লটারি খেলতেন তা জানা ছিল না তাঁর ঘনিষ্ঠদেরও। সম্প্রতি লটারি জিতেছেন আরও এক তৃণমূল নেতার স্ত্রী। তারই মধ্যে সিবিআইয়ের তৎপরতায় আরও বড় কোনও রহস্য উদ্ঘাটনের আভাস দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

 

বন্ধ করুন