বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nisith Pramanik: দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, অভিযোগ জানাতে রাজভবনে শুভেন্দু

Nisith Pramanik: দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, অভিযোগ জানাতে রাজভবনে শুভেন্দু

কলকাতা রাজভবন। ফাইল ছবি

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এক মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে কোচবিহারের দিনহাটা। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে রাজভবনে রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি রাজভবনে যান। সূত্রের খবর, শনিবারের ঘটনার রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এক মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে কোচবিহারের দিনহাটা। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। মিছিলে বোমা, গুলি চালানো হয় বলে অভিযোগ। পাল্টা বোমা, লাঠি নিয়ে হামালায় অভিযোগ করেছে তৃণমূল। হামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জানলার কাঁচ ভেঙে যায়।

কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থল বুড়িরহাটে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশ আধিকারিকের কাছে পাল্টা গুলি চালানোর অভিযোগ করছেন। এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয় থাকার অভিযোগ করেছে নিশীথ প্রামাণিক। তিনি বলেন,'তৃণমূলের দুষ্কৃতী যখন আমাদের উপর হামলা করেছে গুলি চালাচ্ছে, সেই সময় পুলিশ তাদের সেফ গার্ড দিচ্ছিল।' অন্যদিকে উদয়ন গুহ বলেন,'এটা নিশীথের চক্রান্ত। ৩৬টি গাড়ি নিয়ে বুড়িরহাটে এসেছিল। গুলি ছুড়ছে, বোমা মেরেছে। এই হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর কাজ।'

বন্ধ করুন