আজ, শনিবার বারবেলায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এখানে আজ মিছিল করেন। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। কোচবিহারের দিনহাটার অন্তর্গত বুড়িরহাট এলাকায় মন্ত্রীর জনসংযোগ কর্মসূচি ছিল। আজ সেখানেই চলল গুলি, বোমাবাজি। রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার।
এদিকে এই ঘটনা নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি। কেন্দ্রীয় মন্ত্রীর মিছিলে বোমা, গুলি চলায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিজেপি এই ঘটনার পর অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্পূর্ণ নিরাপদেই রয়েছে বলে সূত্রের খবর। তবে প্রাথমিক বিশৃঙ্খলা সামলে নিয়ে তিনি মিছিলও করেছেন। কিন্তু পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশ–সিআইএসএফের নিরাপত্তা বলয় ভেঙে কেমন করে গুলি, বোমা চলল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
অন্যদিকে এই ঘটনায় সরাসরি কেন্দ্রীয় অমিত শাহের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে ঘনিষ্ঠমহলে নিশীথ প্রামাণিক জানিয়েছেন। নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি নিয়ে বিজেপি রে রে করে নেমে পড়লেও এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেসও। পালটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক হয়, নিশীথ প্রামাণিক যখন এলাকায় আসবেন, তখন তাঁকে কালো পতাকা দেখানো হবে। আর পরিকল্পনা মতোই তৃণমূল কংগ্রেস কর্মীরা নিশীথ প্রামাণিকের কনভয় আটকে কালো পতাকা দেখান এবং স্লোগান দেন।
তারপর ঠিক কী ঘটল? কালো পতাকা আর স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। তারপর জনবহুল এলাকায় গুলির শব্দ এবং বোমাবাজির আওয়াজ শোনা যায়। এই বিষয়ে নিশীথ প্রামাণিক বলেন, ‘এখানে আগে থেকেই আমাদের উপর হামলার ছক করা হয়েছিল। আর পুলিশকে দেখুন না, আমাদের নিরাপত্তা দেবে কী? তাদের ব্যারিকেড তো হামলাকারীদের বাঁচাতে। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’ কে গুলি চালাল বা বোমা মারল তা এখনও জানা যায়নি। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup