দিন কয়েক আগে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেব্যাপারে সম্মতিও জানিয়েছিলেন তিনি। এর পরই হুমকি ফোন আসছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের কাছে নিরাপত্তা চেয়ে মামলা করলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সোমবার মামলাটির শুনানি হতে পারে বলে খবর।
গত ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে উপ নির্বাচনের ভোট গণনা হয়। ২ মার্চ ভোটগণনা শেষে দেখা যায় ৪৭ শতাংশের বেশি ভোট পেয়ে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন তিনি। এর পরই তৃণমূলের অন্দরে তোলপাড় পড়ে যায়। তবে কি তৃণমূলের বাঁধা ভোটব্যাঙ্ক বলে পরিচিত মুসলিমরা তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছেন? এই প্রশ্ন উঠে যায় দলের অন্দরে। তার পর জলঙ্গি দিয়ে অনেক জল গড়িয়েছে। রথযাত্রা নিয়ে উত্তরবঙ্গ সফর শেষে মুর্শিদাবাদে হাজির হন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এক সভায় বাইরন বিশ্বাসকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন তিনি। এর পরই নতুন জল্পনা শুরু হয়, তবে কি তৃণমূলে যোগদান করতে চলেছেন বাইরন? এরই মধ্যে কাহানি মে ট্যুইস্ট।
কলকাতা হাইকোর্টে বাইরন বিশ্বাসের আইনজীবী আবেদন করেছেন, বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর থেকেই বাইরনের কাছে নানা রকম হুমকি ফোন আসছে। যার ফলে নিরাপত্তার অভাবে ভুগছেন তিনি। কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে এব্যাপারে জানিয়েও ফল হয়নি বলে জানিয়েছেন বাইরনের আইনজীবী। তাই আদালতকে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে আবেদন জানিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হতে পারে বলে সূত্রের খবর।