বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Best Cultural Tourism Destination: সেরা সংস্কৃতিক পর্যটন গন্তব্য বাংলা, পুরস্কার আনতে জার্মানি যাচ্ছেন নন্দিনী

Best Cultural Tourism Destination: সেরা সংস্কৃতিক পর্যটন গন্তব্য বাংলা, পুরস্কার আনতে জার্মানি যাচ্ছেন নন্দিনী

নন্দিনী চক্রবর্তীকে জার্মানি পাঠানো হচ্ছে পর্যটনে সেরার পুরস্কার আনতে। (টুইটার)

গত মাসেই রাজভবনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রী তাঁকে পর্যটন দফতরের দায়িত্বে দেন সেই নন্দিনীকে সরকারে পক্ষ থেকে জার্মানি পাঠানো হচ্ছে পর্যটনে সেরার পুরস্কার আনতে।

রাজভবনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আইএএস নন্দিনী চক্রবর্তীকে পর্যটনের দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এ বার পর্যটনের সেরার পুরস্কার আনতে জার্মানি যাচ্ছেন। বার্লিনে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের পক্ষে সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার নেবেন নন্দিনী।

গত মাসেই রাজভবনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রী তাঁকে পর্যটন দফতরের দায়িত্বে দেন। সেই নন্দিনীকে সরকারে পক্ষ থেকে জার্মানি পাঠানো হচ্ছে পর্যটনে সেরার পুরস্কার আনতে।

জার্মানির রাজধানীতে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা হবে আগামী ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত। সেই মেলায় বিশ্বের বিভিন্ন দেশের হোটেল মালিক এবং পর্যটনের সঙ্গে সরকারি আধিকারিক ও ব্যবসায়ী আসবেন এই মেলা। মেলায় এই প্রথম আট সদস্যদের প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। সেখানে রাজ্যে পর্যটন শিল্পে সম্ভাবনার কথা তুলে ধরবেন প্রতিনিধিরা।

রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন বিভাগ অনুমোদিত প্যাসিফিক এরিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গকে এই স্বীকৃতি দিয়েছে। ১৮ বছর ধরে বিশ্বের পর্যটন কেন্দ্রগুলিকে পুরস্কৃত করে আসছে পর্যটন কেন্দ্রগুলি।

নবান্ন মনে করছে, এই পর্যটন মেলায় অংশ নেওয়ার ফলে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিচয় বিশ্বে আরও বাড়বে। কারণ পর্যটন কেন্দ্রগুলি নিয়ে বিশ্ব পর্যটন পত্রিকাগুলিতে আরও লেখালিখি হবে। ফলে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে সেগুলি নিয়ে।

বন্ধ করুন