গভীর রাতে টানটান অপারেশনে ধরা পড়ল কলকাতা ও লাগোয়া এলাকায় ভুয়ো কল সেন্টার চক্রের মূল পান্ডা কুণাল গুপ্ত। শনিবার রাত ২টো নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। তাঁর বিরুদ্ধে কয়েক শ’ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরেও পালিয়ে বেড়াচ্ছিল কুণাল।
পুলিশ সূত্রে খবর, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২টি অভিযোগ রয়েছে। এর মধ্যে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ কুণালের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত। কিন্তু তার পরও পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
সম্প্রতি বিধাননগর পুলিশ খবর পায় কুণালকে ইডি তলব করেছে। জবাবে কুণাল ইডিকে জানান, তাঁকে হাইকোর্টে হাজিরা দিতে হবে। তাই ED-র দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয় কুণাল মিথ্যা বলছেন, তাঁকে কেউ আদালতে হাজিরা দিতে বলেননি। এর পর ইডির দফতরে হাজিরা দিতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন কুণাল। খবর পেয়ে সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। দীর্ঘ অপেক্ষার পর রাত ২টো নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই কুণালকে গ্রেফতার করেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। তাঁকে শনিবার আদালতে পেশ করে পুলিশ। কুণালের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় দায়ের অভিযোগের তদন্ত করছে CID. ফলে সিআইডি তাঁকে হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে।
কুণালের বিরুদ্ধে কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানো, অবৈধ টেলিফোন এক্সচেঞ্চ চালানো ও অবৈধভাবে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ রয়েছে। গোয়া ও মন্দারমণিতে হোটেল রয়েছে তাঁর। দুবাইয়েও তাঁর হোটেল রয়েছে বলে সূত্রের খবর।