রাজ্যে বিজেপি যত শক্তিশালী হচ্ছে বিধানসভা সামাল দিতে তত নাস্তানাবুদ হতে হচ্ছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে বাড়ছে তাঁর বয়স। এই অবস্থায় বিধায়করাই বিধানসভার রুল মানছেন না বলে অভিযোগ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আক্ষেপের কথা জানান। শাসক – বিরোধী সমস্ত বিধায়ককে বিধানসভার রুল মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি।
এদিন বিমানবাবু বলেন, ‘বিধানসভা পরিচালনার জন্য রুল রয়েছে। সমস্ত বিধায়কের কাছে রুল বুক রয়েছে। সেই রুল অনুসারে আচরণ করলে কোনও সমস্যা হয় না। কিন্তু কিছুদিন ধরে রুল না মানার একটা প্রবণতা তৈরি হয়েছে। সম্প্রতি সেই প্রবণতা আরও বেড়ে গেছে। লোকসভার মতো বিধানসভাতেও অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। যা বাঞ্চনীয় নয়।’
বিমানবাবুর এই মন্তব্যে প্রশ্ন উঠছে, খাতায় কলমে লোকসভায় দেশের তৃতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল। কিন্তু দ্বিতীয় বৃহত্তম দল DMKর থেকে তাদের মাত্র ১ জন সাংসদ কম রয়েছেন। অর্থাৎ কার্যত দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তারা। বিমানবাবু কি তবে লোকসভায় তৃণমূলই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন? কাঠগড়ায় তুললেন দলের দিল্লির নেতাদের?