বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গিয়ে নাম না করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মঙ্গলবার আলিপুরের উউল্যান্ডস হাসপাতালে বুদ্ধবাবুকে দেখে ফেরার সময় তিনি বলেন, ‘গরিব মানুষের পয়সা মেরে জেল খাটা লোক আর বুদ্ধবাবুর মধ্যে ফারাক থাকবেই।’
এদিন বুদ্ধবাবুকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে রাহুল সিনহা বলেন, ‘ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। তবে পুরোপুরি সঙ্কটমুক্ত নন। চিকিৎসক জানিয়েছেন, ওর ফুসফুসে সংক্রমণ থাকলেও বাকি সিস্টেম ঠিকঠাক কাজ করছে। তবে চোখে একটু সমস্যা আছে।’
এর পর তিনি বলেন, ‘অসুস্থ মানুষকে নিয়ে নোংরা রাজনীতি করা উচিত নয়। অতীত টেনে কুরুচিকর মন্তব্য করা অনুচিত। বুদ্ধবাবু গরিবের পয়সা মেরে জেল খাটেননি। গরিবের পয়সা মেরে জেল খাটা লোক আর বুদ্ধবাবুর মধ্যে ফারাক থাকবেই।’
একই সঙ্গে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘একদিকে একটা অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করব। আরেক দিকে বেঙ্গালুরুতে গিয়ে ফিস্ট করব। পটনায় খাওয়া দাওয়া করব। এই ধরণের রাজনীতি চলতে পারে না। ছোট মন নিয়ে বড় কাজ করা যায় না।’
মঙ্গলবার বিকেলে মেডিক্যাল বুলেটিনে হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধবাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাইপ্যাপের মাধ্যমে রক্তে অক্সিজেন সম্পৃক্ততা বজায় থাকছে। তবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় তাঁকে ১ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। দরকারে বুধবার আরও ১ ইউনিট রক্ত দেওয়া হবে। ওদিকে হাসপাতাল সূত্রে খবর, একটু সুস্থ হতেই বাড়ি ফেরার জন্য ব্যকুল হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।