বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Minakhan and Keshpur Bomb blast update: মিনাখাঁ ও কেশপুরে বোমাবাজির ঘটনায় NIA তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র: HC

Minakhan and Keshpur Bomb blast update: মিনাখাঁ ও কেশপুরে বোমাবাজির ঘটনায় NIA তদন্ত নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র: HC

মিনাখাঁ ও কেশপুরে বোমাবাজি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ। প্রতীকী ছবি

কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষে জানানো হয়, কেশপুরের ঘটনায় দ্রুত কেন্দ্রকে রিপোর্ট পাঠাবে রাজ্য। ইতিমধ্যেই মিনাখাঁর ঘটনা নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁ এবং পশ্চিম মেদিনীপুরের কেশপুর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল। এই দুটি ঘটনায় এনআইএ তদন্ত করবে কিনা সে বিষয়ে কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রকে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে।

এদিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষে জানানো হয়, কেশপুরের ঘটনায় দ্রুত কেন্দ্রকে রিপোর্ট পাঠাবে রাজ্য। ইতিমধ্যেই মিনাখাঁর ঘটনা নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ এই দুটি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট। এর আগে বীরভূমের সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত হবে কিনা তা নিয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে বলেছিল হাইকোর্ট। এদিনও মিনাখাঁ ও কেশপুরের বিস্ফোরণের ঘটনাতে একই ধরনের নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালত।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমাবাজির ঘটনা ঘটেছিল গত ১৬ নভেম্বর। এই ঘটনায় মৃত্যু হয়েছিল এক নাবালিকার। ঘটনার জেরে তৃণমূলের সক্রিয় কর্মী আবুল হোসেন গায়েনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই মৃত নাবালিকারই মামা। পরের দিনই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। সেখানেও বোমাবাজির ঘটনা ঘটে। এক তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। দুটি ঘটনাতেই এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।

বন্ধ করুন