এশিয়ার অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ক্য়াপিটা ল্যান্ড। কোম্পানিটি মূলত সিঙ্গাপুরের। তারা এবার কলকাতায় বিশাল ডেটা সেন্টার তৈরির দিকে মন দিয়েছে। আইটি দুনিয়ায় এবার বিনিয়োগ করতে চাইছে তারা। সেটাও এবার কলকাতার মাটিতে। তবে ইতিমধ্য়েই NTT, CtrlS, Airtel Nxtra, Reliance Jio, Adani group, STT, কলকাতার সিলিকন হাবে বিনিয়োগ করেছে। এবার তার সঙ্গে যুক্ত হবে Capitaland-এর নাম।। নিঃসন্দেহে এতে কলকাতায় কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।
এবার ভারতের রিয়েল এস্টেট ব্যবসাতে বিরাট বিনিয়োগের সম্ভাবনা। সিঙ্গাপুরের ক্য়াপিটাল্যান্ড এবার ভারতে তাদের রিয়েল এস্টেট ব্যবসাকে আরও বৃদ্ধি করতে চাইছে। ইকোনমিক টাইমসের খবর অনুসারে কোম্পানির বর্তমানে ২২ মিলিয়ন স্কোয়ার ফিটের বিজনেস পার্ক ও ৭.৫ মিলিয়ন বর্গ ফুটের শিল্প তালুক রয়েছে। আগামী তিন বছরে সেটা বৃদ্ধি করে ৫০ মিলিয়ন বর্গফুট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্য়াপিটাল্য়ান্ড ইনভেস্টমেন্ট ইন্ডিয়া ও ক্য়াপিটাল্য়ান্ড ইন্ডিয়া ট্রাস্টের সিইও সঞ্জীব দাসগুপ্ত ইটিকে জানিয়েছেন, আমরা রিয়েল এস্টেটের বিষয়গুলি নিয়ে মূল্য়ায়ন করছি। তবে এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা দ্রুত অস্ট্রেলিয়াতে কাজকর্ম শুরু করব। তবে ব্যবসা সম্প্রাসরণের ক্ষেত্রে ভারত খুবই উপযুক্ত জায়গা।
সূত্রের খবর, একাধিক আবাসন ও বাণিজ্যিক কমপ্লেক্সে মন দিতে চাইছে কোম্পানি। ১০০ মিলিয়ন থেকে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হতে পারে। আসলে এই সংস্থা গোটা বিশ্বজুড়েই কাজ করে।
২০২৩ সালের ৩১ মার্চের হিসাব বলছে, কোম্পানির হাতে ১৩৩ বিলিয়ন মার্কিন ডলারের রিয়েল এস্টেট সম্পত্তি রয়েছে। তবে ভারতেও এই কোম্পানির বড় বড় সব কাজকর্ম রয়েছে। অন্তত সাতটি শহরে তাদের সম্পত্তি রয়েছে। বেঙ্গালুরু, চেন্নাই, গোয়া, গুরগাঁও, হায়দরাবাদ, মুম্বই, পুনেতে তাদের সম্পত্তি রয়েছে।
এদিকে সোলার পাওয়ার প্ল্যান্টের দিকেও আগ্রহ দেখিয়েছ কোম্পানি। ডেটা স্টেন্টারগুলি এই সৌরশক্তিতে চালানোর ব্যাপারেও কাজ করছে কোম্পানি। ডেটা সেন্টারের ক্ষেত্রে কোম্পানি মূলত কলকাতা ও নয়ডার উপর ফোকাস করছে।