একটা ছেলে মনের আঙিনাতে হোক বা আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, বারবার নিজের গানের জাদুতে মুগ্ধ করেছেন শাহানা বাজপেয়ী। তবে এদিন হঠাৎ তাঁর পোস্টে কী নিয়ে আক্ষেপ ঝরে পড়ল?
আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, 'এই সুবিধা তখনই পাবেন যখন...'
শাহানা বাজপেয়ীর নতুন পোস্ট
শাহানা বাজপেয়ীর মেয়ে রোহিণী তাঁর থেকেও লম্বা হয়ে গিয়েছে। শত চেষ্টা করেও তিনি মেয়েকে ছাপিয়ে লম্বা হতে পারেননি হিল পরে। আর তার জন্যই গায়িকার আক্ষেপ! যদিও সবটাই নিছক মজা করেই লিখেছেন তিনি।
এদিন শাহানা বাজপেয়ী তাঁর এবং তাঁর মেয়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কোনও সমুদ্রের পাড়ে মেয়ে রোহিণীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখেই লেগে আছে চওড়া হাসি। এই ছবিটি পোস্ট করে গায়িকা লেখেন, 'আমাদের একরত্তি মেয়ে রোহিণী আমার থেকে লম্বা হয়ে গেলো অফিসিয়ালি। হিল্স পরে, টঙে খোঁপা করেও হেরে গেলাম।'
আরও পড়ুন: বাঙাল বাড়ির ছেলে হয়েও মোহনবাগানের সমর্থক! পুত্রের কাণ্ডে কৌশিক বললেন, 'ফুটবলের ইতিহাসে...'
আরও পড়ুন: লালের হাল ফেরাতে পথে নামলেন রাহুল - বাদশা, হুডখোলা জিপে প্রচার সারলেন দীপ্সিতার হয়ে
কে কী লিখেছেন?
মা মেয়ের এই খুনসুটি দেখে মজা পেয়েছে গায়িকার অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'রোহিণী কত্ত বড় হয়ে গেছে।' আরেকজন লেখেন, 'মেয়ে তো চোখের পলকেই বড় হয়ে গেল! কি মিষ্টি ছবিটা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তোমার মেয়ে আর আমার মেয়ের বয়স প্রায় এক। আমার মেয়েও আমায় ছাড়িয়ে গিয়েছে। আমি এখন মেয়ের দিদি, আর ও আমার বোন হয়ে গিয়েছে যেন মা মেয়ের থেকে।'