কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা জেলবন্দি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছিল সিআইডি। সেই সমনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পেয়েছিলেন জিতেন্দ্র। এবার কয়লা পাচারে সিআইডি তদন্তেই স্থগিতাদেশ দিয়ে দিল আদালত।
আসানসোল খনি এলাকার কয়লাপাচারকারীদের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির যোগাযোগ ছিল বলে দাবি করে তাঁকে ডেকে পাঠায় সিআইডি। গত ১০ সেপ্টেম্বর তাঁকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র। জিতেন্দ্রর আবেদনে সাড়া দিয়ে সমনে স্থগিতাদেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শুক্রবার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে সিআইডির গোটা তদন্তপ্রক্রিয়াতেই স্থগিতাদেশ দিল আদালত। সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, কেন সিআইডি তদন্ত প্রয়োজন তা আগে ব্যাখ্যা করতে হবে।
আসানসোলে পদপিষ্টের ঘটনায় গ্রেফতারির পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আসানসোল থেকে কলকাতায় আনা হয়। এরই মধ্যে আদালত থেকে তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্তে স্থগিতাদেশে কিছুটা স্বস্তি পেলেন তিনি।