Durga Puja Shopping Special Bus Kolkata: পুজো আসছে! কেনাকাটার জন্য বিশেষ বাস চালু কলকাতার একাধিক রুটে
Updated: 11 Sep 2022, 10:19 AM IST২৫ সেপ্টেম্বর মহালয়া। তার পরেই ২ অক্টোবর থেকে ষষ্ঠী। এর আগে বাকি আর মাত্র তিন সপ্তাহ। এই আবহে পুজোর শপিং জোর কদমে শুরু করেছে আম জনতা। আর বাজারমুখী জনতার জন্য কলকাতায় একাধিক রুটে বিশেষ বাস চালু করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি