খাস কলকাতায় শিউরে ওঠার মতো ঘটনা ঘটে গেল। এক যুবককে প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হল। ধারাল অস্ত্রের কোপে পড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। তারপর সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এন্টালির মতো পশ এলাকায় এমন ঘটনা ঘটায় শিউরে ওঠেন স্থানীয় মানুষজন। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। এখন ওই যুবক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঠিক কী ঘটেছে এন্টালিতে? স্থানীয় সূত্রে খবর, যুবকটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তাঁর উপর অতর্কিতে হামলা হয়। ধারাল অস্ত্র দিয়ে ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তার পর চলে যুবকের উপর এলোপাথাড়ি কোপ। খাস কলকাতার এন্টালির ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। আহত যুবককে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে এমন হামলা? সেটা খতিয়ে দেখছে পুলিশ। যদিও অভিযোগকারীর বিরুদ্ধে এলাকায় গুণ্ডামি করার অভিযোগ রয়েছে। তবে এমন হামলার ঘটনায় গোটা এলাকা তেতে রয়েছে।
আর কী জানা যাচ্ছে? রবিবার বেশি রাতে এমন ভয়াবহ কাণ্ড ঘটেছে। চিৎকার শুনে সবাই ছুটে আসেন। এন্টালির মতিঝিল পাঁচ নম্বর গলি দিয়ে হেটে যাচ্ছিলেন ইফতিকার নামে এক যুবক। তখন গলির মধ্যে আলো–আঁধারি আবহ ছিল। হঠাৎ দুষ্কৃতীরা চড়াও হয় এবং ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে ইফতিকারকে। স্থানীয় মানুষজন এই ভয়ঙ্কর কাণ্ড দেখে চিৎকার শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা। তখন স্থানীয়রাই আক্রান্তকে আশঙ্কাজনক অবস্থায় যুবককে ভর্তি করেন চিত্তরঞ্জন হাসাপাতালে। তবে এখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, যুবক ইফতিকারের উপর হামলা হয়েছে। কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি পরীক্ষা করে তদন্ত করা হচ্ছে। দ্রুত অপরাধীকে ধরে ফেলা যাবে। এই ইফতিকারের উপর হামলার ঘটনা পুরনো শত্রুতা থেকে বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় যুবকের বিরুদ্ধে কেন এভাবে হামলা চালানো হল? তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয়দের সঙ্গে কথা বলা চলছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।