বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Majherhat Metro: মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে ফিনিশিং টাচ, পুজোর আগেই কি আরামের সফর?

Majherhat Metro: মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে ফিনিশিং টাচ, পুজোর আগেই কি আরামের সফর?

মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ চলছে পুরোদমে। নক্ষত্র টুইটার 

মাঝেরহাট স্টেশনের কাছেই তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন। এর ফলে রেলযাত্রীরা ট্রেন থেকে নেমেই মেট্রো ধরতে পারবেন। এটা তাঁদের অনেকটাই সুবিধা হবে।

জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালু হয়েছে। এই মেট্রো ঠাকুরপুকুর শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজারকে ছুঁয়ে গিয়েছে। তবে সূত্রের খবর, এবার মাঝেরহাট নিয়ে আশার খবর। এর আগে ঠিক হয়েছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্য়ে মাঝেরহাট স্টেশনের কাজ সম্পন্ন হবে। তবে যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে তাতে পুজোর আগে এই কাজ একেবারে শেষ হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর, জোকা এসপ্ল্যানেড করিডোরের মাঝেরহাট মেট্রো স্টেশনে এখন ফিনিশিং টাচের কাজ চলছে। মাঝেরহাট ও তারাতলার মধ্যে যে ভায়াডাক্টের কাজ, সেটা হয়ে গিয়েছে। প্লাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। স্টেশন বিল্ডিং তৈরির কাজ দ্রুতগতিতে চলছে। মোটামুটি মনে করা হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন চালুর ডেডলাইন ২০২৩ সালের অক্টোবর মাস। তার মধ্য়েই এই স্টেশন চালু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুজোর আগেই কলকাতার মেট্রোতে এবার নয়া পালক। মাঝেরহাট মেট্রো।

সূত্রের খবর, মাঝেরহাট স্টেশনের কাছেই তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন। এর ফলে রেলযাত্রীরা ট্রেন থেকে নেমেই মেট্রো ধরতে পারবেন। এটা তাঁদের অনেকটাই সুবিধা হবে।

এদিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো লাইনের দূরত্ব প্রায় ৬ কিমি। মাঝেরহাট পর্যন্ত এই শাখাকে সম্প্রসারিত করার উদ্যেগ। সেক্ষেত্রে সেখানে আরও ২ কিমি গতিপথ বাড়বে এই মেট্রোর।

সূত্রের খবর, নবনির্মিতি মাঝেরহাট সেতুর কাছে একটি অনুমোদনহীন জিম মাঝেরহাট মেট্রো স্টেশনের ক্ষেত্রে অন্যতম বাধা। তবে সেই জিম যাতে দ্রুত সরিয়ে নেওয়া যায়, তা নিয়ে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এবং মেট্রো কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। জুনের প্রথমেই জানা গিয়েছিল, পুজোর আগেই এই মাঝেরহাট মেট্রো চালুর চেষ্টা চলছে পুরোদমে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। এরপর মাঝেরহাট স্টেশনের কাজ প্রায় দু বছর আটকে ছিল। এরপর ২০২০ সাল থেকে ফের মাঝেরহাট মেট্রোর কাজ দ্রুততার সঙ্গে চালু হয়। স্টেশন ভবন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। চলছে ফিনিশিং টাচ। অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কলকাতাবাসী। কবে মাঝেরহাট মেট্রোর দরজা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

 

বাংলার মুখ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.