প্রায় ৩০ মাসের বৃত্ত যেন সম্পূর্ণ হল। ২০২১ সালের নভেম্বর যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আজ সেই নিয়োগ দুর্নীতি মামলার পুরো প্যানেল বাতিল করে দেওয়া হল। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পরে প্রায় ২৬,০০০ জন চাকরি হারাতে চলেছেন। আর সেই রায়ের পরে অভিজিৎ নিজে বললেন যে ‘ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে। আমি যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, তার থেকেও বেশি কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ।’
সবকিছু ঠিকঠাক থাকলে আজ তাঁর হাইকোর্টে নিজের এজলাসে বসে সেই রায় শোনার কথা ছিল। কিন্তু অবসরের আগেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে মার্চের শুরুতে বিজেপিতে যোগ দেন অভিজিৎ। ফলে আজ যখন রায়টা এল, তখন তমলুকের বিজেপি প্রার্থী হিসেবেই পুরোটা শুনলেন। সেইসঙ্গে তিনি বললেন, তিনি যে সূচনাটা করেছিলেন, আজ সেটার বৃত্ত সম্পূর্ণ হলেও তিনি মোটেও খুশি নন, আনন্দিত নন। বরং একটা মন খারাপ তাঁকে গ্রাস করেছে, কারণ যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছিলেন। আর অনেক অযোগ্য প্রার্থী চাকরি করছিলেন।
স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলার ইতিবৃত্ত ও তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়
১) ২০২১ সালের নভেম্বরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
২) রাত ১১ টায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি করেছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এসএসসি দফতর ঘিরে ফেলার জন্য কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।
৩) নবম-দশম শ্রেণির নিয়োগ মামলায় প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠেছিল ২০২২ সালে। তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
৪) গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' এসএসসি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার নাম উঠেছিল। তাঁকে 'দুর্নীতির কিংপিন' বলেছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
৫) রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে পুরো টাকা ফেরত দিতে হয়েছিল। সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। পরবর্তীতে তাঁর চাকরি যায় অনামিকা রায়ের হাতে। আজ হাইকোর্টের রায়ের পরে তিনিও অবশ্য চাকরি হারালেন।
৬) সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেওয়ার আগেও একাধিক চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়।