বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Agnimitra Paul: সরকারি কাজ হচ্ছে তৃণমূলের প্যাডে, টুইটে অভিযোগ অগ্নিমিত্রার

Agnimitra Paul: সরকারি কাজ হচ্ছে তৃণমূলের প্যাডে, টুইটে অভিযোগ অগ্নিমিত্রার

বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল

তৃণমূল নেতা স্বপন প্রধান জানান, ‘‌বিজেপির পায়ের তলার মাটি নেই। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হচ্ছে।’‌

তৃণমূলের দলীয় প্যাডে দফতরের নাম লিখে সরকারি কাজের বরাত বিলি করার অভিযোগ উঠল। সম্প্রতি টুইট করে এমনই অভিযোগ করেছে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সংঘাতে জড়ালো তৃণমূল ও বিজেপি।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। টুইটে মহিলা বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ‘‌সরকারি কাজ বণ্টন হচ্ছে তৃণমূলের প্যাডে। টেন্ডার তো হয়নি। উল্টে তৃণমূলের প্যাডে সংস্থাকে বরাত দেওয়া হচ্ছে। তোলাবাজি চলছে।’‌ একইসঙ্গে বিজেপি বিধায়ক অভিযোগ করেন, ‘‌কোন সংস্থা কত অঙ্কের অর্ডার পাবে, দলীয় প্যাডে তা উল্লেখ করে দেওয়া হয়েছে। সাগরে এভাবেই উন্নয়নের কাজ চলছে। কোনও বিজ্ঞপ্তি নেই। কোনও টেন্ডার নেই। তৃণমূল মানেই তোলামূল। তোলাবাজিতে এগিয়ে বাংলা।’‌

টুইটের সঙ্গে সঙ্গে তৃণমূলের প্যাডের ছবিও পোস্ট করা হয়েছে। প্যাডের মাথায় সাগর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি লেখা রয়েছে। সভাপতি হিসাবে স্বপন কুমার প্রধানের নাম উল্লেখ করা আছে। প্যাডের একেবারে ওপরের দিকে লেখা সেচ দফতর। প্যাডে তিনরা মে, মঙ্গলবার এই কথাটি লেখা রয়েছে। এরপরে এক এক করে জায়গার নাম, প্রকল্পের জন্য বরাদ্দ টাকার অঙ্ক ও কোন এজেন্সি কাজ করবে তার নাম লেখা হয়েছে। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূল নেতা স্বপন প্রধান জানান, ‘‌বিজেপির পায়ের তলার মাটি নেই। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হচ্ছে।’‌ এই প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জানান, ‘‌যে লিস্ট বেরিয়েছে, তার পিছনে গভীর চক্রান্ত রয়েছে। স্বপন প্রধান গত জুলাই মাসে তৃণমূলের যুব কমিটি ছেড়ে দিয়েছে। যে টেন্ডারের কথা বলা হয়েছে, সেই টেন্ডার এখনও বেরোয়নি।’‌

বন্ধ করুন