পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে জবর খবর প্রকাশ্যে। আদিবাসীদের শ্রেষ্ঠ উৎসব বাদনা উপলক্ষে আদিবাসী নৃত্য করলেন এমএলএ অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত মহিশীলা পেটোশালবনি গ্রামের মহিলাদের হাতে হাত রেখে এদিন নজর কাড়লেন অগ্নিমিত্রা পল।