বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌সংবিধানের অসম্মান করা হচ্ছে’‌, পত্র–রহস্যের মধ্যেই মেজাজি মন্তব্য রাজ্যপালের

‘‌সংবিধানের অসম্মান করা হচ্ছে’‌, পত্র–রহস্যের মধ্যেই মেজাজি মন্তব্য রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। (HT_PRINT)

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বৈরথ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। কেন্দ্রের সঙ্গে এই নিয়ে টেলিফোনে কথাও হতে পারে। সেসব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দমবন্ধ পরিস্থিতিই থাকবে। বোস এভাবে ফোঁস করে ওঠায় পরিস্থিতি ঘোরালো হবে।

নবান্ন–রাজভবন সংঘাত অব্যাহত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পত্র–রহস্য উন্মোচন হয়নি এখনও। চুপচাপ নেতা–মন্ত্রীরাও। আর গুঞ্জন শুরু হয়েছে, রাজ্যের বিরুদ্ধে কড়া নালিশ করেছেন রাজ্যপাল কেন্দ্রের কাছে। আর রাজ্যের কাছে নালিশ করেছেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে একাধিক বিলে স্বাক্ষর না করার জেরে দূরত্ব বেড়েছে। আর তা থেকেই সংঘাতের শুরু। এবার তার মধ্যেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে পারদ চড়ল রাজ্য–রাজনীতিতে।

এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আক্রমণে সামনে এসেছে ‘‌রক্তচোষা রাক্ষসের’‌ মতো শব্দবন্ধ। যা রাজ্যপালের আঁতে ঘা লেগেছে। এটা ভাল চোখে দেখেননি রাজ্যপাল। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের বিষয়টি চিঠিতে তুলে ধরা হয়েছে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের সামনে ধরনায় বসা ও বিশ্ববিদ্যালয়গুলির অনুদান বন্ধের মন্তব্যে সাহায্য চাওয়া হয়েছে এই চিঠিতে। সুতরাং কেন্দ্রের আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শও রাজ্যপাল দিয়েছেন।

ঠিক কী বলেছেন সংবাদমাধ্যমে?‌ আজ, রবিবার যখন রাজ্যপালের জোড়া চিঠি নিয়ে গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে তখন বিস্ফোরক মন্তব্য করেছেন সিভি আনন্দ বোস। ওই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, ‘‌মন্ত্রীদের বোঝা উচিত যে এরকম আক্রমণে ভারতের সংবিধানের অসম্মান হচ্ছে। তাঁরা তাঁদের মন্ত্রিসভার সহকর্মীদের এসবের জন্য দায়ী করছেন। তাঁরা যখন সাংবিধানিক প্রধান সম্পর্কে অসংসদীয় মন্তব্য করেন, তখন তাঁরা মন্ত্রী পরিষদে তাঁদের দলের নেতাকেও অপ্রয়োজনীয় বিতর্কে টেনে নিয়ে যাচ্ছেন।’‌ সুতরাং রাজ্যপালের রাগ যে এতটুকু কমেনি সেটা এই মন্তব্য থেকে পরিষ্কার। তাছাড়া ব্রাত্য বসুর মন্তব্যের প্রেক্ষিতেই এই রাগ সেটাও অনুমেয়।

আরও পড়ুন:‌ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গ্রেফতার, আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশের জালে

অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বৈরথ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। কেন্দ্রের সঙ্গে এই নিয়ে টেলিফোনে কথাও হতে পারে। সেসব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দমবন্ধ পরিস্থিতিই থাকবে। তবে এখন অভূতপূর্ব ‘সাসপেন্স’ তৈরি হয়েছে। বোস এভাবে ফোঁস করে ওঠায় এবার পরিস্থিতি ঘোরালো হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল বিল, ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন বিল থেকে শুরু করে আলিয়া ইউনিভার্সিটি বিল, অ্যানিমেল ও ফিশারিজের বিল আটকে রয়েছে। তার মধ্যে ধূপগুড়িতে জেতা বিধায়কের শপথ কবে হবে?‌ সেটাও ঝুলে রইল।

বাংলার মুখ খবর

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.