বাসের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়া ঘটনা প্রায়শই ঘটছে কলকাতায়। কেষ্টপুরের বাসিন্দা শঙ্কর ঘোষের শুধু মোবাইল ছিনিয়ে নেওয়া নেওয়া নয়, ছেনতাইবাজরা মোবাইলে থাকা অ্যাপের মাধ্যমে ৪২ হাজার টাকাও তুলে নিল ছেনতাইয়ের ১৫ মিনিটের মধ্যে। এই ঘটনায় হতবাক পুলিশও।
তার কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে হলে একটি পিন নম্বর দিতে হয়ে। পুলিস বোঝার চেষ্টা করেছে করে ওই পিন নম্বর ছেনতাই বাজের কাছে গেল? তবে কী পাসওয়ার্ড পিন নম্বর মোবাইলে সেভ করে রেখেছিলেন ওই ব্যক্তি?
পুলিশ জানিয়েছে, রাত বাসে করে বাড়ি ফিরছিলেন কেষ্টপুরের বাসিন্দা শঙ্কর ঘোষ। জানলার ধারে বসে মোবাইলে ম্যাসেজ টাইপ করছিলেন। তিনি বলেন, 'বেহালায় অফিস থেকে বাড়ি ফিরছিলাম। জানলার ধারে বসে মোবাইলে ম্যাসেজ টাইপ করছিলাম। বাসটি একটা স্টপেজে দাঁড়াতেই জানলা ওপার থেকে এক ব্যক্তি আমার মোবালইটা ছিনিয়ে নিয়ে দৌড় পালায়। তার ঠিক ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্ক থেকে ৪২,০০০ টাকা আমার ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়।' পরে অন্য একটি ফোন এবং সিম কার্ড নেওয়ার পর তিনি এই টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পারেন।
(পড়তে পারেন। মজা করতে প্যানিক বাটন! তিতিবিরক্ত পরিবহণ দফতর, এবার হবে জরিমানা)
(পড়তে পারেন। উডবার্ন ওয়ার্ডে ক্যাশলেস বিমায় মিলবে চিকিৎসা পরিষেবা, চালু হতে পারে পুজোর পর)
ইতিমধ্যে শঙ্কর ঘোষ থানায় দুটি অভিযোগ জানিয়েছেন। একটি ফোন চুরি হওয়ার জন্য নিউ আলিপুর থানায় এবং অন্যটি টাকা তুলে নেওয়ার জন্য বিধাননগর সাইবার সেলে।
তবে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি ফোন ম্যাসেজ সেভ করেননি। তাঁর দাবি ফোন চুরি যাওয়ার পর তা হ্যাক করা পাসওয়ার্ড নিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
প্রাথমিক ভাবে ব্যাঙ্কও বুঝতে পারছে না কী করে টাকা সরিয়ে নেওয়া হল। কারণ পিন নম্বর ছাড়া তা সম্ভব নয়। কেউ নিশ্চয়ই পিনটি জেনে গিয়েছিলেন বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।
এক তদন্তকারী অফিসার বলেন,'এখন ছেনতাইয়ের সঙ্গেও জুড়ে যাচ্ছে সাইবার ক্রাইম। মোবাইল পাসওয়ার্ড সেভ করে রাখলেই বিপদ। মোবাইল চুরি বা খোয়া গেলে চুরি যেতে পারে আপনার টাকাও।'
তাই পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ফোনে যেন পাসওয়ার্ড সেভ করে রাখা না হয়।