ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে দায়ের করা হয়েছিল শ্লীলতাহানির অভিযোগ। তবে সেই এফআইআর-এর পরিপ্রেক্ষিতে কোনও এনআইএ অফিসারকে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এদিকে কোনও এনআইএ অফিসারকে এই মামলায় যদি জেরা করতে হয়, তাহলে তা করতে হবে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে। থানায় তলব করা যাবে না কোনও এনআইএ আধিকারিককে। এদিকে ভিডিয়ো জেরার জন্যেও ৭২ ঘণ্টা আগে পুলিশকে নোটিশ পাঠাতে হবে। এছাড়া ভূপতিনগরের শ্লীলতাহানি মামলার ওপর স্থগিতাদেশ চেয়ে মামলা করার স্বাধীনতাও রয়েছে এনআইএ-র কাছে। (আরও পড়ুন: আবিষ্কার করেছিলেন গড পার্টিকেল, প্রয়াত সেই নোবেলজয়ী বিজ্ঞানী পিটার হিগস)
আরও পড়ুন: নববর্ষের আগে দুর্দান্ত অফার,একাধিক গাড়ির মডেলে মিলছে ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড়
আরও পড়ুন: প্রশান্ত কিশোরের পূর্বাভাসে জ্বলে উঠল কংগ্রেস, বলল - 'রাজ্যে ৪০ আসন জিতবে INDIA'
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সন্দেশখালির পুনরাবৃত্তি দেখা গিয়েছিল ভূপতিনগরে। ভূপতিনগরের ঘটনায় এনআইএ অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। ধৃত তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করেছে পূর্ব মেদিনীপুর পুলিশ। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণ কেঁপে উঠেছিল ভূপতিনগর। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠে এসেছিল তখন। সেই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। সেই তদন্তের সূত্রে ভূপতিনগরে গিয়েই আজ আক্রান্ত হন এনআইএ তদন্তকারীরা। ভূপতিনগরের তদন্তে নেমে এক সপ্তাহ আগেই তৃণমূল কংগ্রেসের আট জন নেতাকে তলব করেছিল এনআইএ। জানা যায়, নবকুমার পাণ্ডা, মিলন বার, সুবীর মাইতি, অরুণ মাইতি ওরফে উত্তম মাইতি, শিবপ্রসাদ গায়েন, বলাইচরণ মাইতি, অনুব্রত জানা এবং মানবকুমার বড়ুয়াকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নোটিশে সাড়া দেননি তৃণমূল নেতারা। এই আবহে এনআইএ তদন্তকারীরা ভূপতিনগরে পৌঁছে যান। সেখান থেকে একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময়ই নাকি বিক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা। এদিকে হামলায় দুই এনআইএ অফিসার আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শেষ পর্যন্ত দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ। আজ আরও তিন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে এনআইএ-র তরফ থেকে। আর এরই মাঝে এনআইএ-র বিরুদ্ধে পুলিশে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। (আরও পড়ুন: 'আগেরবারের তুলনায় বাংলায় উল্লেখযোগ্য ভালো ফল হবে কংগ্রেসের', দাবি অজয় কুমারের)
আরও পড়ুন: গত ১ মাস ধরে বঙ্গোপসাগরের মাঝে দাঁড়িয়ে আছে চিনা 'গুপ্তচর' জাহাজ!
আরও পড়ুন: ডিএ ৪% বাড়লেও এই ভাতা একলাফে বাড়ল ৫০%, মুখে হাসি এই সরকারি কর্মীদের
এদিকে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি আরও বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তলব করেছে এনআইএ। তলব পাওয়া মানব পাড়ুয়া নামক এক তৃণমূল নেতা এনআইআ-র নোটিশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। অবশ্য হাই কোর্ট এই ঘটনায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। সেই নেতাকে রক্ষাকবচ দেওয়া হয়নি। তবে এনআইএ-এর কাছে কেস ডায়েরি তলব করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি ১৭ এপ্রিল। এদিকে এই সবের মাঝেই আবার ভূপতিনগর থানারও ওসির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে পুলিশ।