দলবিরোধী কাজকর্মের অভিযোগে জয়প্রকাশ মজুমদারকে সাসপেন্ড করেছিল বিজেপি। তবে তার আগে থেকেই তিনি বেসুরো গাইছিলেন। আর সাসপেন্ড করার পর বিজেপির বিরুদ্ধে তাঁর সুর একেবার সপ্তমে চড়েছিল। তবে সূত্রের খবর এবার সেই জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিতে পারেন।খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।
এদিকে সোমবারই তিনি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। আর মঙ্গলবারই তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে লকেটের সেই মিটিংয়ে জয়প্রকাশের পাশাপাশি রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসুর মতো বিদ্রোহীরাও ছিলেন। তবে তাঁরা কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার। এদিকে গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জয়প্রকাশ মজুমদার। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমকে তিনি মেসির টিমের সঙ্গে তুলনা করেছিলেন। আর সবদিক ঠিক থাকলে জয়প্রকাশের মেসির টিমে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এনিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
তবে এনিয়ে সরাসরি জয়প্রকাশ মজুমদারের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে গত বিধানসভা নির্বাচনেও জয়প্রকাশ মজুমদার বিজেপির অন্য়তম কৌশলী নেতা ছিলেন। মমতা বন্দ্য়োপাধ্যায়কে মাননীয়া সম্বোধন করে তাঁর বিরুদ্ধে একের পর এক তির ছুঁড়তেন তিনি। তৃণমূলের লোকজনের হামলার মুখেও অতীতে পড়েছিলেন তিনি। আর সূত্রের খবর সেই তৃণমূলের নৌকাতেই এবার দেখা যেতে পারে জয়প্রকাশ মজুমদারকে। নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই তিনি যোগ দিতে পারেন।