আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সাধারণ দর্শনার্থী তো বটেই এবার পুজোয় বিদেশিদের ভিড় বাড়বে বলেও মনে করছে পুলিশ। তাই স্বাভাবিকভাবে প্রতিবারের মতো এবারও পুজো মণ্ডপগুলি দর্শনার্থীদের সুরক্ষায় কতটা তৎপর তা জানতে শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে। আর এবার কলকাতার পুলিশের নগরপাল বিনীত গোয়েল শহরের মণ্ডপগুলি খতিয়ে দেখলেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করে সুরক্ষা খতিয়ে দেখেন তিনি। বেশ কিছু জায়গায় সিসিটিভি বসানোরও নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি মণ্ডপগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা সেগুলিও তিনি খতিয়ে দেখেন।
আরও পড়ুন: মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখতে কাল পরিদর্শনে বেরোবেন পুলিশ কমিশনার
লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার উত্তর ও দক্ষিণ কলকাতার ৮টি পুজো মণ্ডপ পরিদর্শন করেন। পুলিশ কমিশনার আজ প্রথম পরিদর্শন করেন একডালিয়া এভারগ্রিনের পুজো। এরপর বোসপুকুর শীতলা মন্দির, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণি, সুরুচি সংঘ পরিদর্শন করেন। মধ্য কলকাতার কলেজ স্কোয়ার ও বেহালার নূতন দলের পুজো মণ্ডপও পরিদর্শন করেন। এদিন
মণ্ডপ পরিদর্শনের সময় সুরক্ষা খতিয়ে দেখার পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলেন নগরপাল। এছাড়াও, মণ্ডপে ঢোকা ও বের হওয়ার রাস্তা দর্শণার্থীদের জন্য কতটা সুরক্ষিত তাও খতিয়ে দেখেন। পুলিশ কমিশনার জানান, সুরক্ষা বিধি ঠিকঠাক রয়েছে কিনা তা জানতে এই পরিদর্শন। এর পাশাপাশি পুজোর সময় যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত বলেও তিনি জানান। তিনি বলেন, পুজোয় নাগরিকরা যানজট বা কোনও সমস্যায় পড়লে পুলিশের হেল্পলাইনে ফোন করে সাহায্যের জন্য আর্জি জানাতে পারবেন। তিনি জানান, স্থানীয় নাগরিক এবং বিদেশীদের নিরাপত্তায় কলকাতা পুলিশ প্রস্তুত।
প্রসঙ্গত, ২০ অক্টোবর ষষ্ঠীর দিন সরকারি এবং বেসরকারি অফিস খোলা থাকবে। কিন্তু, ওই দিনও মণ্ডপে মণ্ডপে দর্শণার্থীদের ভিড় হবে। তার ওপর রাস্তায় অফিস যাত্রীদের ভিড়ও থাকবে। সেই কারণে ছুটির দিনগুলির পাশাপাশি পুলিশ ষষ্ঠীর দিনও সতর্ক থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। সেইসঙ্গে রাতের শহরে হেলমেট বিহীন বাইক আরোহীদের কলকাতা পুলিশ সক্রিয় থাকবে বলে আগেই জানিয়েছে।