বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ৫ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে বিনিয়োগ টানতে মমতার সঙ্গে বিদেশ যেতে পারবেন কুণাল

৫ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে বিনিয়োগ টানতে মমতার সঙ্গে বিদেশ যেতে পারবেন কুণাল

কুণাল ঘোষ। (PTI)

কুণাল ঘোষকে মমতার সঙ্গে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। তবে জমা দিতে হবে ৫ লক্ষ টাকার বন্ড। 

মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্য হিসাবে তৃণমূল নেতা কুণাল ঘোষকে বিদেশে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কুণালের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুণালকে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে আদালত।

বিনিয়োগ টানতে আগামী ১২ – ২৩ সেপ্টেম্বর বিদেশ সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য স্পেন ও সংযুক্ত আরব আমিরশাহি। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে বিদেশে যেতে চান তৃণমূল নেতা কুণাল ঘোষও। কিন্তু সারদাকাণ্ডে অভিযুক্ত কুণালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। তাঁর পাসপোর্ট জমা রয়েছে সিবিআইয়ের কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশযাত্রার অনুমতি চেয়ে গত সপ্তাহে আদালতে আবেদন করেন কুণাল। সেই মামলার শুনানিতে মঙ্গলবার কুণালকে বিদেশযাত্রার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।

এদিন আদালত জানিয়েছে, কুণাল ঘোষ অভিযুক্ত, তবে দোষী সাব্যস্ত আসামি নন। তাই বিদেশযাত্রা তাঁর মৌলিক অধিকার। তাই মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে পারবেন তিনি। তবে বিদেশে যেতে গেলে আদালতে ৫ লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে তাঁকে। তার পরই সিবিআইয়েক কাছ থেকে পাসপোর্ট ফেরত পাবেন তিনি। ১২ – ২৩ সেপ্টেম্বর তিনি বিদেশ সফর করতে পারবেন। ফিরে এসে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে।

আদালতের এই নির্দেশের পর কুণাল ঘোষের বিদেশযাত্রায় আর কোনও বাধা রইল না। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল রাজ্য সরকারের তৈরি SIT. তার পর প্রায় ৩ বছর জেলবন্দি ছিলেন এই তৃণমূল নেতা। জেল থেকে মুক্তি পাওয়ার পর আর কখনও বিদেশযাত্রা করেননি তিনি।

 

বন্ধ করুন