বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নির্দেশ অনুযায়ী কাজ করতে না পারলে বদলি, কড়া বার্তা দিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ

নির্দেশ অনুযায়ী কাজ করতে না পারলে বদলি, কড়া বার্তা দিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ

নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠক।

জেলাশাসক–পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে উঠেছে সন্দেশখালি প্রসঙ্গ। তাই বৈঠকে পুলিশ কমিশনারের কাছে নির্বাচন কমিশন জানতে চায়, সন্দেশখালিতে কেন এমন পরিস্থিতি? জবাবে তিনি বলেছেন, ‘‌আমি এখানে নতুন এসেছি। ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না।’‌ এমনই কথোপকথন হয়েছে বলে সূত্রের খবর।

পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়ে নানা অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। আর গত বছরের ওই নির্বাচনের তথ্যকে ঢাল করেই এবার জবাব তলব করল নির্বাচন কমিশন। পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ আসনে কেমন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল হল? দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের উদ্দেশে এই প্রশ্ন তুলেই ক্ষোভপ্রকাশ করল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। আর তারপরই পুলিশ–প্রশাসনকে ফুলবঞ্চের কড়া বার্তা, ‘‌নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে না পারলে বিজ্ঞপ্তি জারির আগেই বদলি নিয়ে নিন। একবার বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে, কমিশনের আইন ও নির্দেশ না মানলে আমরা বদলি করব।’‌

নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিল। তাঁদের কাছ থেকে নানা অভিযোগ শুনেছিল। যেখানে বিজেপি এবং সিপিএম এই বদলির প্রসঙ্গে কথা বলেছিল বলে সূত্রের খবর। আর তারপরই ফুলবেঞ্চের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এক দফায় ভোটের দাবি করা হয়েছে তা নিয়ে কোনও কথা বলেননি ফুলবেঞ্চের প্রতিনিধিরা। সব ঠিক থাকলে মার্চ মাসের ১৪ তারিখ নির্ঘণ্ট প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতায় এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজনৈতিক দল, ডিএম, এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন।

আরও পড়ুন:‌ দৈনিক মজুরিতে চরম বৈষম্যের অভিযোগ মৎস্য দফতরে, বেতন পাচ্ছেন না অনেকে

এদিকে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ৯০ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই বিষয়টি সামনে নিয়ে আসে ফুলবেঞ্চ। কেমন করে তা সম্ভব হল?‌ এই প্রশ্ন তোলা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বৈঠকে এই বিষয়ে তেমন কোনও জবাব দিতে পারেননি জেলাশাসক। তাই ফুলবেঞ্চের সদস্যরা জেলাশাসককে রীতিমতো ভর্ৎসনা করেন। জেলাশাসকদের কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল নির্ধারিত হয়েছে, সেই জেলায় কেমন পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে রিপোর্ট দিতে হবে। প্রত্যেক পুলিশ জেলার সাপ্তাহিক রিপোর্টও লাগবে।

অন্যদিকে জেলাশাসক–পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে উঠেছে সন্দেশখালি প্রসঙ্গ। তাই বৈঠকে পুলিশ কমিশনারের কাছে নির্বাচন কমিশন জানতে চায়, সন্দেশখালিতে কেন এমন পরিস্থিতি? জবাবে তিনি বলেছেন, ‘‌আমি এখানে নতুন এসেছি। ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না।’‌ এমনই কথোপকথন হয়েছে বলে সূত্রের খবর। সন্দেশখালি কাণ্ডের সময় যিনি বসিরহাটের পুলিশ কমিশনার ছিলেন, তিনি এখন বদলি হয়ে গিয়েছেন কালিম্পংয়ে। তারপরই কমিশনের পক্ষ থেকে নির্দেশ, প্রত্যেক জেলায় যেখানে শাহাজাহানের মতো ব্যক্তিরা আছে, তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অপরাধীদের যেন ছেড়ে রাখা না হয়।

বাংলার মুখ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.