কয়লা পাচারকাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছে ইডি। বারবার তলব করা সত্বেও হাজিরা না দেওয়ায় মলয় ঘটকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে চলেছে তারা। যার ফলে আগামীকে আইনমন্ত্রীর বিপদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটককে এখনো পর্যন্ত ১৫ বার তলব করেছে ইডি। তার মধ্যে মাত্র ১ বার হাজিরা দিয়েছেন আইনমন্ত্রী। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে মলয়বাবুকে ১৫ দিন আগে নোটিশ পাঠাচ্ছে ইডি। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে ইডির তদন্তকারীদের এড়াচ্ছেন মলয়বাবু। এর আগে বলেছিলেন, তিনি ভোটপ্রচারে ব্যস্ত। ভোট মেটার পর সোমবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু সেদিনও তিনি হাজিরা দেননি।
ইডির অভিযোগ, হাজিরা এড়িয়ে কার্যত আদালত অবমাননা করেছেন মলয়বাবু। এই অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। ইডির গোয়েন্দাদের দাবি, আসানসোল থেকে বেআইনি কয়লা উত্তোলনের টাকা কলকাতায় পাচারের পিছনে ময়লবাবুর হাত রয়েছে। এব্যাপারে তাঁদের কাছে শক্তপোক্ত প্রমাণ রয়েছে বলে খবর ইডি সূত্রে। এরই মধ্যে মলয় ঘটকের বারবার গরহাজিরায় প্রশ্ন উঠছে, কেন হাজিরা এড়াচ্ছেন আইনমন্ত্রী তথা প্রবীন আইনজীবী মলয়বাবু? আইনে কি তাঁর ভরসা নেই?