রাজ্যের একেবারে শীর্ষ কর্তাদের নিয়ে স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর কার্যত চষে বেড়ান তিনি। একাধিক উদ্যোগপতিদের সঙ্গে, নামী শিল্পপতিদের সঙ্গে দেখাও করেছেন। তবে শুধু স্পেন নয়, আরব আমিরশাহিতেও গিয়েছিলেন তিনি। শনিবার শহরে ফিরেছেন তিনি। ৯দিনের বিদেশ সফর শেষ। দুটি দেশের তিন শহরে ঘুরেছেন । তবে গোটা বাংলা তাকিয়েছিল ঠিক কোন শিল্প উপহার নিয়ে মুখ্যমন্ত্রী বাংলায় আসেন? কতটা সফল হল মমতার সেই সফরসূচি?
মুখ্যমন্ত্রী অবশ্য শনিবারই জানিয়ে দিয়েছেন, এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।
গত ১৪ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। একের পর এক শিল্পোদ্যোগীদের সঙ্গে বৈঠক করেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি দেখা করেন। তাঁদের বাংলায় ফিরে আসার ব্যাপারেও তিনি আমন্ত্রণ জানান।
এবার তাঁর এই সফর শেষ করার পরে নবান্নের তরফে বিবৃতি দেওয়া হয়েছে।এককথায় মুখ্য়মন্ত্রীর বিদেশ সফর সুপারহিট।কার্যত মুখ্য়মন্ত্রীর বিদেশ সফরের সাফল্যকে তুলে ধরা হয়েছে নবান্নের তরফে। সেই সংক্রান্ত একটি পরিসংখ্য়ান তুলে ধরা হয়েছে।
বই থেকে ফুটবল সর্বক্ষেত্রে নতুন স্বপ্ন দেখাচ্ছে মমতার এই বিদেশ সফর। ইউরোপের প্রখ্য়াত ফুটবল লিগ লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মউ স্বাক্ষর করা হয়েছে। লা লিগা বাংলায় ফুটবল আকাদেমিও গড়বে বলে কথা দিয়েছে। যাদবপুর-সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকে ওই ফুটবল সংস্থার হাতে তুলে দেওয়ার ব্যাপারে কথা হয়েছে।
বই প্রকাশনা নিয়ে মাদ্রিদে মউ স্বাক্ষরিত হয়েছে। কলকাতা বইমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের।
নবান্ন জানিয়েছে, মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে ৩৭টি বাণিজ্যিক ও শিক্ষাপ্রতিষ্ঠান হাজির ছিল। বার্সেলোনায় ৫৪টি সংস্থা হাজির ছিল। দুবাইতে বাণিজ্য সম্মেলনে ১৩৫টি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হাজির ছিলেন। সব মিলিয়ে মুখ্য়মন্ত্রীর সফরে ২২৬টি বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান উপস্থিত ছিল। আগামী নভেম্বর মাসে বাংলায় বিশ্ববাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। যে সমস্ত বিদেশি সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে তাদের তিনি বাংলায় ওই বাণিজ্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলায় বিনিয়োগের সুবিধা কী সেটাও বিদেশে তুলে ধরেছিলেন প্রতিনিধিরা। বাংলা থেকে বাংলাদেশ, নেপাল, ভুটানে যাওয়া যায়। সেক্ষেত্রে বাংলার অবস্থানগত সুবিধা বাণিজ্যেক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে।
দুবাইতে লুলু শিল্প গোষ্ঠীর সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তাদের মলে বিশ্ববাংলার স্টোর থাকবে বলেও কথা হয়েছে। নিউ টাউনে শপিং মল তৈরির ব্যাপারেও তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। স্পেনে জারা শিল্পগোষ্ঠীর সঙ্গে কথা হয়েছে মমতার এটা তিনি নিজেই জানিয়েছিলেন।