উত্তরকাশীর সিল্কিয়ারায় সুড়ঙ্গের উদ্ধারকাজ নিয়েও মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে দাবি করলেন, সংখ্যালঘু শ্রমিকরা সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করেছেন। এমনকী বেআইনি কয়লা খনন নিষিদ্ধ করায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।
মমতা বলেন, ‘যারা উদ্ধার করেছেন, তারা সবাই মাইনরিটি ছেলে মেয়ে, এটা মনে রাখবেন। বিদেশিরা পারল না। বেআইনি মাইনিং বলে যাদের কাজ বন্ধ করে দিয়েছিলেন তারাই উদ্ধার করল’।
১৭ দিনের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উত্তকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় ৪১ জন শ্রমিককে। এদের মধ্যে ৩ জন বাংলার শ্রমিকও রয়েছেন। দীপাবলির দিন থেকে সুড়ঙ্গে আটকে ছিলেন তাঁরা। শ্রমিকদের উদ্ধারে একজোট হয়ে কাজে নামে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা। জাতি - ধর্ম নির্বিশেষে তাঁদের আলোয় ফেরার অপেক্ষা করতে থাকেন প্রতিটি দেশবাসী।
প্রথমে বিদেশি খননযন্ত্র ও পরে সুড়ঙ্গ খুড়ে কয়লা তুলে আনেন যারা তাদের কাজে লাগানো হয়। মাত্র ৮০০ মিমি পাইপের ভিতরে বসে পাথর – মাটি সরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১২ মিটার সুড়ঙ্গ খুড়ে ফেলেন তারা। দেশ জুড়ে তাদের কাজের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে শ্রমিকদের জাতিগত পরিচয় প্রথম উল্লেখ করতে শোনা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেই।