বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শিশুকে দেখভালের দায়িত্বে রাখা মহিলার ওপর ঝাঁপিয়ে পড়লেন বাবা

শিশুকে দেখভালের দায়িত্বে রাখা মহিলার ওপর ঝাঁপিয়ে পড়লেন বাবা

শিশুকে দেখভালের দায়িত্বে রাখা মহিলার ওপর ঝাঁপিয়ে পড়লেন বাবা

রবিবার তাঁর ওপর কার্যত ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁকে যৌন নিগ্রহ করেন। টেনে শাড়ি পর্যন্ত ছিঁড়ে দেন।

শিশুকে দেখভালের কাজ করতে গিয়ে গৃহকর্তার হাতে যৌন নিগ্রহের শিকার এক পরিচারিকা। ঘটনা কলকাতা আনন্দপুর থানা এলাকার হোসেনপুরের। বালাচাঁদ নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেলে আলুথালু অবস্থায় অনন্দপুর থানায় হাজির হন এক মহিলা। পুলিশকে তিনি জানান হোসেনপুরের আরুপোতা এলাকায় একটি বাড়িতে কয়েকদিন ধরে একটি শিশুকে দেখভালের দায়িত্বে রয়েছেন তিনি। শিশুটির বাবা প্রথম থেকেই তাঁকে অশালীন ইঙ্গিত করছিলেন। কিন্তু তিনি খুব বেশি গুরুত্ব দেননি। রবিবার তাঁর ওপর কার্যত ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁকে যৌন নিগ্রহ করেন। টেনে শাড়ি পর্যন্ত ছিঁড়ে দেন। ওই অবস্থায় কোনওক্রমে বাড়ি থেকে পালান মহিলা। এর পর সোজা হাজির হন আনন্দপুর থানায়।

সঙ্গে সঙ্গে মহিলাকে নিয়ে অভিযুক্ত বালাচাঁদের বাড়ি পৌঁছয় পুলিশ। সেখানে গ্রেফতার করে অভিযুক্তকে।

 

বন্ধ করুন
Live Score