বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অভিযোগ পেয়েছি, তবে প্রমাণ পাইনি, পাঁচলায় মহিলাকে অত্যাচার নিয়ে বললেন DG পুলিশ

অভিযোগ পেয়েছি, তবে প্রমাণ পাইনি, পাঁচলায় মহিলাকে অত্যাচার নিয়ে বললেন DG পুলিশ

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। 

অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। বারবার ডাকলেও গোপন জবানবন্দি দিতে আসেননি অভিযোগকারীনী। এমনকী চিকিৎসার নথিও জমা দেননি, বললেন মনোজ মালব্য

হাওড়ার পাঁচলায় বিজেপির মহিলা কর্মীকে ভোটগ্রহণের বুথ থেকে বার করে বিবস্ত্র করে অত্যাচারের ঘটনায় মুখ খুলল পুলিশ। শুক্রবার দুপুরে এই ঘটনার কথা তুলে ধরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও পুলিশের পালটা দাবি, এই ঘটনার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এদিন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বলেন, ‘এক সপ্তাহ আগে ১৩ জুলাই হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় বিজেপির তরফে ই-মেইলে একটা অভিযোগ করা হয়। সেই ইমেইলে এক ভদ্রমহিলা অভিযোগ করেছেন, ৮ জুলাই বেলা ১১টার সময় ভোটগ্রহণ চলাকালীন একটা বুথ থেকে ওনাকে জোর জবরদোস্তি বার করা হয়েছে। তার পর ওনার সম্মানহানি, কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে লেখা আছে’।

ডিজির দাবি, ‘সঙ্গে সঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার থানায় অভিযোগটা পাঠিয়ে দেন এবং প্রাথমিক তদন্ত করে FIR দায়ের করতে বলেন। ১৪ জুলাই এই ঘটনায় FIR দায়ের করে পুলিশ। FIR দায়ের করেই তদন্তে নেমে পড়ে পুলিশ। তদন্তে এখনো পর্যন্ত যা উঠে এসেছে তা হল, ওই ঘটনার কোনও তথ্য বা প্রমাণ পাওয়া যাচ্ছে না’।

পুলিশের যুক্তি, ‘ভোটগ্রহণের দিন প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। এছাড়াও প্রচুর পুলিশকর্মী মোতায়েন ছিলেন। ভোটদানের হারও খুব বেশি। তার মানে চারদিকে মানুষও ছিল। কিন্তু কেউ বলেনি যে তারা এরকম কোনও ঘটনা শুনেছে। ঘটনার পর বিরোধী দলনেতাও সেখানে গিয়েছেন। একটি পর্যবেক্ষক দলও গিয়েছে। তারাও কেউ এই ধরণের কোনও অভিযোগ করেনি। তার পরেও আক্রান্ত মহিলা ও তাঁর স্বামীকে আমরা বারবার লিখিত ভাবে আহ্বান জানিয়েছি যে আপনারা আদালতে গিয়ে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি দিন। কিন্তু ওরা আজ পর্যন্ত গোপন জবানবন্দি দিতে আসেনি। আমরা বারবার বলেছি, আপনার যে আঘাত লেগেছে বলে অভিযোগ করেছেন তার চিকিৎসার নথি দিন। অন্তত কোথায় চিকিৎসা করিয়েছেন তা জানান। সেই নথিও এখনও আমাদের কাছে পৌঁছয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এরকম অভিযোগ এলে আমরা পদক্ষেপ করবই করব’।

ডিজির প্রশ্ন, ‘আজ সবার হাতে মোবাইল ফোন থাকে। কিন্তু কেউ এরকম ঘটনা দেখতে বা শুনতে পায়নি। এখনো তদন্ত জারি আছে। ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে পুলিশের তরফে তাদের বক্তব্য আমি জানালাম’।

মনোজ মালব্যর আশ্বাস, ‘সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও এই ঘটনার সত্যতা খোঁজার চেষ্টা হয়েছে। কিন্তু তাতেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। বুথের সিসিটিভি ফুটেজ বিডিওর কাছে চেয়ে পাঠানো হয়েছে। সেটা এখনো এসে পৌঁছয়নি। এলে আমরা সেটাও খতিয়ে দেখব’।

 

বাংলার মুখ খবর

Latest News

রোজ টিভিতে চার ছক্কার ফুলঝুরি, তবুও ওটিটিতে নজর কাড়ল চমকিলা, লজ্জার ভিউজ চঞ্চল তুলির টানে অপরূপা লগ্নজিতা, মুগ্ধ গায়িকা লিখলেন, ‘জীবনে অনেক পেয়েছি…’ অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.