বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Road tax: কর না মিটিয়েই চলছে অনেক নায়ক–নায়িকা, শিল্পপতিদের দামি গাড়ি, বকেয়া ৭০ কোটি

Road tax: কর না মিটিয়েই চলছে অনেক নায়ক–নায়িকা, শিল্পপতিদের দামি গাড়ি, বকেয়া ৭০ কোটি

কর না মিটিয়েই চলছে বহু ভিআইপি গাড়ি।  (প্রতীকী ছবি সৌজন্য পিটিআই) (PTI)

এই গাড়িগুলির বকেয়া কর ৭০ কোটি টাকার বেশি। তা সত্ত্বেও কর খেলাপি গাড়িগুলি শহরের রাস্তায় নির্দিধায় চলছে. ইতিমধ্যেই এ নিয়ে অভিযানে নেমেছে পরিবহণ দফতরের মোটর ভেহিকেল ইনসপেক্টররা (এমভিআই)। তারা রাস্তাতেই ট্যাক্সের জন্য আবেদন জানাচ্ছেন। এমনকী গাড়িগুলি আটক পর্যন্ত করা হচ্ছে ।

কারও রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আবার কারও আছে মার্সিডিজ। পোর্সে, অডি, ল্যান্ড রোভার, জাগুয়ারের মতো দামি গাড়ি রয়েছে। এই গাড়ির মালিকের তালিকায় রয়েছেন শিল্পপতি, কোটিপতি নায়ক-নায়িকা, চিকিৎসক বা আইনজীবী। অথচ দিনের পর দিন কর ফাঁকি দিয়েই চলছে তাঁদের গাড়ি। পরিবহণ দফতরের একটি গোপন রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তা দেখে কার্যত চক্ষু চড়কগাছ আধিকারিকদের। রিপোর্ট অনুযায়ী, ৬০ লক্ষ টাকা থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকা দামের এরকম ১,৯৩১টি ভিআইপি গাড়ি রয়েছে যেগুলির দীর্ঘদিন ধরেই কর না মিটিয়ে রাস্তায় চালাচ্ছেন মালিকরা। এই অবস্থায় কর আদায় করতে তৎপর হয়েছে পরিবহণ দফতর। প্রয়োজন হলে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে পারে পরিবহণ দফতর।

আরও পড়ুন: পলিউশন সার্টিফিকেট পেতে কী করতে হবে?‌ বড় সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই গাড়িগুলির বকেয়া কর ৭০ কোটি টাকার বেশি। তা সত্ত্বেও কর খেলাপি গাড়িগুলি শহরের রাস্তায় নির্দিধায় চলছে. ইতিমধ্যেই এ নিয়ে অভিযানে নেমেছে পরিবহণ দফতরের মোটর ভেহিকেল ইনসপেক্টররা (এমভিআই)। তারা রাস্তাতেই ট্যাক্সের জন্য আবেদন জানাচ্ছেন। এমনকী গাড়িগুলি আটক পর্যন্ত করা হচ্ছে । কিন্তু তারপরও গাড়ি সরানোর কোনও প্রবণতা দেখা যাচ্ছে না গাড়ির মালিকদের মধ্যে। যার ফলে দিনের পর দিন গাড়িগুলি পড়ে থাকছে পরিবহণ দফতরের অফিসে। 

জানা গিয়েছে, টলিউডের এক নায়িকার গাড়িও প্রায় এক মাস ধরে পড়ে রয়েছে। সেক্ষেত্রে প্রায় ১২ লাখ টাকা কর বকেয়া রয়েছে ওই অভিনেত্রীর। এক মাস ধরে গাড়িটি পড়ে রয়েছে। কিন্তু, তিনি কর মেটাচ্ছেন না। সম্প্রতি নবান্ন এ নিয়ে রিপোর্ট তলব করে জানতে পারে এই সমস্ত গাড়িগুলি প্রতি ৫ বছর কর না মিটিয়েও রাস্তায় চলছিল। এ প্রসঙ্গে পরিবহণ দফতরের আধিকারিকদের মতে, সাধারণ গাড়ির মালিকদের ক্ষেত্রে কর মেটানোর প্রবণতা থাকলেও দামি গাড়ির মালিকদের  সেই প্রবণতা দেখা যায় না। আবার পুলিশ বা মোটর ভেহিকেল ইনস্পেক্টররা এই গাড়িগুলি ধরতে ইতস্তত বোধ করেন। 

দফতরের তরফে তাঁদের নোটিশও দেওয়া হচ্ছে। তাও টনক নড়ছে না । তবে এবার তিন বার নোটিশ দেওয়ার পর কর জমা না পড়লে কড়া পদক্ষেপ করতে পারে দফতর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি আইনের মাধ্যমে সেক্ষেত্রে সরকার বকেয়া আদায় করবে বলে জানা গিয়েছে। এমনকী, প্রয়োজনে আগামী দিনে দামী গাড়ি কেনার সময় বাধ্যতামূলকভাবে ১৫ বছরের কর অগ্রিম নেওয়ার পরিকল্পনা সরকারের। যদিও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ওই সমস্ত গাড়ির মালিকদের কর মিটিয়ে দেওয়ার জন্য আবেদন করা হবে।

বাংলার মুখ খবর

Latest News

এ তো পুরো রাজযোটক! র‍্যাপিড ফায়ারে মিলে গেল আদৃত-কৌশাম্বির সব পছন্দ, দেখুন ভিডিও তিনিই গরিবের 'মসিহা', এখন মহা বিপদে পড়েছেন সেই সোনু সুদ, তাঁর সঙ্গে কী ঘটেছে? ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের বয়সকে কাঁচকলা! ৬০ এই আলেজান্দ্রার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি? ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো সুভাষের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতি, বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে FIR ভারতের ৫২৭ খাবারে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক! দাবি করছে EU কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর টসে জিতল New Zealand , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা

Latest IPL News

১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.