প্রায় ৩৬ ঘণ্টা পরে তাঁর অন্তর্ধান নিয়ে অবশেষে মুখ খুলেছেন মুকুল রায়। বুধবার একাধিক সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। দাবি করেছেন, ছেলের সঙ্গে মনোমালিন্যের জেরেই দিল্লি চলে এসেছেন তিনি। এমনকী তিনি বিজেপিতেই আছেন বলে দাবি করেছেন কৃষ্ণনগর উত্তরের সাংসদ। সঙ্গে তাঁর দাবি, তৃণমূল ভবনে গিয়ে গলায় উত্তরীয় পরে ভুল করেছিলাম।
এদিন মুকুলবাবু বলেন, ‘আমি নিখোঁজ হয়েছি বা কেউ আমাকে কেউ অপহরণ করেছে এই কথা ঠিক নয়। আমি স্বেচ্ছায় দিল্লি এসেছি। পারিবারিক বিবাদের জেরে আমি দিল্লি চলে এসেছি। আমি ছেলের সঙ্গে থাকব না বলে চলে এসেছি আলাদা ভাবে। এখন এখানেই থাকব।’
তিনি বলেন, ‘দিল্লি অনেক নিরাপদ জায়গা। তাই কলকাতা ছেড়ে দিল্লি চলে এসেছি। আমি দিল্লির সাংসদ। আমি বিজেপিতেই আছি। আবার যোগ দেব কী?’
এর পরই বিস্ফোরক দাবি করে তিনি বলেন, ‘খামখেয়ালিপনা করে আমি তৃণমূল ভবনে গিয়ে গলায় উত্তরীয় পরেছিলাম। ওটা ঠিক কথা নয়। আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি। ভাই ফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলাম। ওই একদিনই দেখা হয়েছিল। তার পর আর কোনও কথা হয়নি।’