দীর্ঘদিনের ব্যথা ও যন্ত্রণার ফলে অনেক মানুষের মধ্যেই অবসাদ দেখা যায়। বিশেষ করে অনেক অর্থ খরচ করে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েও যখন ব্যথা পিছু ছাড়ে না তখন অনেকের মধ্যেই অবসাদ চলে আসে। এখন মানুষকে বিনামূল্যেই ব্যথা থেকে মুক্তি দিচ্ছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পেইন ক্লিনিক। ২০১১ সালে তৈরি হওয়া এই পেইন ক্লিনিক রোগীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এই পেইন ক্লিনিকের দৌলতে এখন বহু মানুষ ব্যথা থেকে মুক্তি পেয়েছেন।
হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের অধীনে এই পেইন ক্লিনিকের নেতৃত্বে রয়েছেন বিভাগের প্রধান অধ্যাপক ডা দিপশ্রী ভট্টাচার্য। দিপশ্রীদেবী নিজেও একসময় দীর্ঘদিন ব্যথায় কষ্ট পেয়েছেন। এখন তাঁর উদ্যোগে রোগীরা যেভাবে সুস্থ হয়ে উঠছেন তাতে তাঁর প্রশংসা করেছেন বহু রোগী থেকে শুরু করে চিকিৎসক। ব্যথার চিকিৎসার জন্য অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই পেইন ক্লিনিকে। পুরনো রোগীদের সপ্তাহের একদিন (বৃহস্পতিবার) এবং নতুন রোগীদের জন্য মঙ্গল ও শুক্রবার এই দুদিন খোলা থাকে পেইন ক্লিনিক। সব ধরনের ব্যাথারই চিকিৎসা করা হচ্ছে এই পেন ক্লিনিকে। এর ফলে উপকৃত হচ্ছেন বহু রোগী।
দিপশ্রী দেবীর কথায়, ব্যথা যে নিজেই একটা রোগ তা অনেকেরই অজানা। ফলে অস্থি বা শরীরের অন্য কোনও অংশে ব্যথা হলে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। ব্যথার জন্য আলাদাভাবে কোনও চিকিৎসা করা হয় না। তিনি জানান, বর্তমানে পেইন ম্যানেজমেন্টের মতো চিকিৎসাবিজ্ঞানে একটা আলাদা শাখা রয়েছে। কিন্তু, অনেকেরই তা অজানা। যার ফলে অর্থ ব্যয় করেও ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না বহু রোগী। আরজিকর হাসপাতালে যেভাবে বিনামূল্যে ব্যথার চিকিৎসা করা সম্ভব হচ্ছে তার ফলে গরীব মানুষরা উপকৃত হচ্ছেন বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।