দিনটা ছিল ৩০ মে, সালটা ২০১৩, সেবছরই আচমকা অপ্রত্যাশিতভাবে এসেছিল খবরটা। লাইট-ক্যামেরা-অ্যাকশন-এর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছিলেন স্বনামধন্য পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তবে তিনি চলে গেলেও লাইট-ক্যামেরা-অ্যাকশন তাঁকে ছাড়তে পারেনি। সিনেপ্রেমীরা তাঁকে আজও ফিরে পেতে চান।
বরাবরই তিনি ছবির দুনিয়ায় নিজস্ব ছন্দে গল্প বলেছেন। আবার সঞ্চলক হিসাবেও তিনি নিজের আলাদা ছাপ রেখে গিয়েছেন। তাঁর সঞ্চলনাতেই এসেছিল 'ঘোষ অ্যান্ড কোম্পানি'। বেশ জনপ্রিয় ছিল তাঁর সেই শো। ফের একবার স্টার জলসায় ফিরছে কিংবদন্তি পরিচালকের সেই শো। যে শোয়ের হাত ধরে তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন শ্রেয়া ঘোষাল, অপর্ণা সেন, ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায় সহ আরও বহু ব্যক্তিত্বের। আবারও স্মৃতি রোমন্থন করে দেখা যাবে সেই সাক্ষাৎকারগুলি।
খ্যাতনামা ব্যক্তিত্বদের পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে পরিচালক, সঞ্চালক ঋতুপর্ণ ঘোষের একটা নিজস্ব আঙ্গিক, নিজস্ব ঢৎ ছিল। সেই ঢঙেই তাঁকে বলে উঠতে শোনা যাবে, ‘কয়েক হাজার মাইল জুড়ে বেহালার ছেলেটা ব্যাট করছে এখন। শান্ত কিন্তু রাগী, স্থির কিন্তু তেজী, সমাহিত কিন্তু ছটফটে, বিদ্যুৎ বেগে একটা বল ছুটে যাচ্ছে বাউন্ডারির বাইরে, গোটা ভারতবর্ষ উঠে দাঁড়িয়েছে ধর্ম ভুলে, জাতি ভুলে, দাঙ্গা ভুলে, বলটা কোথায় গিয়ে পড়ল একটু দেখবে বলে।’ ঋতুপর্ণ ঘোষ যাঁর সম্পর্কে কথাগুলি বলে চলেছিলেন, তখন বিপরীত প্রান্তে বসেছিলেন সেই 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।
সৌরভ ছাড়াও এই শোয়ে হাজির ছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তিনিও এই দুনিয়ায় নেই, তবে ফের একবার এই শোয়ের হাত ধরে ঋতুপর্ণর মতো করেই আবারও ফিরবেন সত্যজিতের নায়ক সৌমিত্র। দেখা যাবে নচিকেতা চক্রবর্তীর মতো জনপ্রিয় গায়ককে।
আবার শ্রেয়া ঘোষালের উদ্দেশ্য ঋতুপর্ণ ঘোষকে বলতে শোনা যায়, ‘আড্ডার Atmosphere-'টার মধ্যে যদি আরাম না থাকে, যদি সেন্স অফ রিল্যাক্সেশন না থাকে, যদি জেনুইননেস না থাকে, তাহলে কিন্তু জেনুইন আড্ডা হয় না।’ সেদিন ঋতুপর্ণের সঙ্গে সহমত পোষণ করতে শোনা গিয়েছিল শ্রেয়াকে। দেখা যাবে মীর, কোয়েল মল্লিক সহ আরও অনেককেই, উঠে আসবে পুরনো নানান কথা।
আবার এই শোতেই মীর আফসর আলির সাক্ষাৎকার পর্বটির জন্য বহু বিতর্কও হয়েছিল সেসময়। তবে ফের একবার জলসার পর্দায় এই শো ফিরে আসার খবরে খুশি দর্শকরা। শোয়ের প্রোমো দেখে অনেকেই কমেন্টে নানান মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন, তাঁরা এই শোটি এখনও ভীষণ মিস করেন। অনেক আগেই এই শোটি ফিরিয়ে আনা উচিত ছিল। তবে কবে, কখন থেকে এই শো টেলিকাস্ট হবে তা এখনও জানা যায়নি।