বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > C‌alcutta High Court: নবান্নের বিরুদ্ধে সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা, কী অভিযোগ বিজেপির?

C‌alcutta High Court: নবান্নের বিরুদ্ধে সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা, কী অভিযোগ বিজেপির?

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

এবার জনস্বার্থ মামলায় নবান্নের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজ্য–রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে। এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, শিক্ষা দফতর, পুরসভা, নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব এবং সিবিআইকে।

এবার সরাসরি নবান্নের ভিতরে হাতছানি দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি। একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এমনকী সেখানে সিবিআই তদন্তের আবেদন করা হয়েছে। এই জনস্বার্থ মামলায় অভিযোগকারীদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি এই মামলা করেছেন সাংবাদিক পরিচয় দিয়ে। আর রয়েছেন আইনজীবী সুমনশঙ্কর চট্টোপাধ্যায় এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী ঋত্বিক পাল। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। মামলার হলফনামায় ২০২১ সালের ৩১ মার্চে ক্যাগের রিপোর্ট যুক্ত করা হয়েছে। সেখানেই একাধিক প্রকল্পে কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না বলে আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে। প্রায় ২ লাখ ২৯ হাজার ৯৯ কোটি টাকা কেন্দ্র প্রকল্প বাবদ রাজ্যকে দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা নিয়ে দুর্নীতির অবিযোগ আগেই তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় টিম রাজ্যে পাঠানো হয়। যা এখনও রয়েছে। তার উপর কেন্দ্রীয় মন্ত্রীরা আসতে শুরু করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি বা রিপোর্ট পেশ করেননি। অথচ টাকা আটকে রাখা হয়েছে। এবার রাজ্য সরকারের উপর সিবিআই তদন্ত চেয়ে মামলা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মামলাকারীদের দাবি, শিক্ষায় উন্নয়নের জন্য ৩৬ হাজার কোটি টাকা পাঠিয়েছিল মোদী সরকার। কোথায় খরচ হয়েছে সেই অর্থ?‌ তার হিসাব নেই।

অন্যদিকে জনস্বার্থ মামলায় দায়ের করে বলা হয়েছে, জনগণের স্বার্থে পাঠানো টাকা লুঠ এবং নয়ছয় করা হয়েছে। তাই সিবিআই তদন্তের নির্দেশ দিক প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার জনস্বার্থ মামলায় নবান্নের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজ্য–রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে। এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, শিক্ষা দফতর, পুরসভা, নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব এবং সিবিআইকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সঞ্জয়ের গডফাদার অনুপ দত্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথা মনে পড়ল লালবাজারের রাহুল বোসের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যর শ্যুট ‘অস্বস্তিকর’, দাবি অনুপ্রিয়া গোয়েঙ্কার জিন্নাকে জাতির জনক করতে চায় 'দ্বিতীয় স্বাধীনতা' পাওয়া বাংলাদেশ, দাবি উঠল ঢাকায় প্রায় ১২,০০০ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন আবেদন চলবে? ফি, বেতন কত? রইল বয়সসীমাও 'আদানি যোগ' থাকা ২৬০০ কোটি বাজেয়াপ্ত সুইস ব্যাঙ্ক থেকে? বিস্ফোরক হিন্ডেনবার্গ যোগীর রাজ্যে লজ্জার রেকর্ড, পাঁচ দিনের টেস্টে খেলা হল না এক বলও…৯১ বছরে প্রথমবার 'এক মঞ্চে থাকব না, গঙ্গার সব জল দিয়েও লেডি ম্যাকবেথের হাতের নোংরা যাবে না' ISL Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রিতে দেখবেন মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ এই সূর্যগ্রহণ ৫ রাশির জন্য তৈরি করবে প্রতিকূল পরিস্থিতি, থাকতে হবে খুব সতর্ক থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পাওয়া চিকিৎসক পেলেন 'পুরস্কার'!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.