বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসেই তাঁর বাংলায় আসার কথা। ইতিমধ্যেই এখানে বাঙালি আবেগ ধরতে দু’দফায় ঘুরে গিয়েছেন তাঁর সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এখনও প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে সব ঠিকঠাক থাকলে মে মাসেই বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলা সফরে এলে একমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিনা এমন কোনও তথ্য মেলেনি।
কবে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী? সূত্রের খবর, আগামী ২২ মে বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রোজগার মেলায় হাজির থাকতে পারেন তিনি। ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, বছরে দু’কোটি চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেসব দেখা যায়নি। ১৫ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতিও ভুয়ো প্রমাণিত হয়েছে। কালো টাকা রোখা যায়নি। তবে এবার তিনি এসবের জবাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।
বিজেপি ঠিক কী বলছে? বিজেপি সূত্রে খবর, রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে কলকাতায় আসতে চলেছেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। রাজ্যে এখন সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বাংলা থেকে ৩৫টি আসন জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে দল কোন স্ট্র্যাটেজিতে এগোবে তা নিয়ে বৈঠক হতে পারে। রাজ্য নেতৃত্ব এই সুযোগে বাংলার আইনশৃঙ্খলা থেকে শুরু করে নানা ক্ষেত্রে দুর্নীতির কথা তুলে ধরবেন। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে এসব কথা তুলে ধরে পদক্ষেপ করার কথা জানাবেন।
আর কী জানা যাচ্ছে? বাংলা সফরে এসে কোনও জনসভা করবেন না তিনি। ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের টাকা আটকে রাখা নিয়ে জোরদার সওয়াল করছেন। তাতে জেলার মানুষ কেন্দ্রীয় সরকারের উপর ক্ষুব্ধ। এখন যদি কোনও জেলায় তিনি যান তাহলে ক্ষোভের ঢেউ আছড়ে পড়তে পারে। ঠিক কতদিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী সেটা এখনও স্পষ্ট করা হয়নি। তবে তিনি বঙ্গ–বিজেপির ভাঙা সংগঠন নিয়ে কি টোটকা দেন এখন সেটাই দেখার।