বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Priyadarshini Mallick Income: টিউশন পড়িয়েই ৩.৩৭ কোটি টাকা আয় জ্যোতিপ্রিয় মল্লিক কন্যা প্রিয়দর্শিনীর!

Priyadarshini Mallick Income: টিউশন পড়িয়েই ৩.৩৭ কোটি টাকা আয় জ্যোতিপ্রিয় মল্লিক কন্যা প্রিয়দর্শিনীর!

প্রিয়দর্শিনী মল্লিক 

রিপোর্ট অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় রয়েছে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্ট। পেশায় প্রিয়দর্শিনী কলেজের সহকারী অধ্যাপক। এই আবহে তাঁর বার্ষিক আয় ২.৪৮ লাখ টাকা। তবে অ্যাকাউন্টে রয়েছে ৩.৩৭ কোটি টাকা। ইডির জেরার মুখে পড়ে নাকি প্রিয়দর্শিনী জানান, তিনি এই টাকা টিউশন পড়িয়ে আয় করেছেন।

গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডির জালে জড়িয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে তল্লাশি অভিযান চলে ১১টি চাল কলে। সেখান থেকেই নাকি জানা গিয়েছে, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় হয়েছে। ইডির দাবি, সেই সব ভুয়ো সংস্থা নিজের স্ত্রী, পরিবারের সদস্য এবং বাকিবুরের মতো ঘনিষ্ঠদের মাধ্যমে চালাতেন জ্যোতিপ্রিয়। মোট ৯৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে। এই আবহে জ্যোতিপ্রিয়র পারিবারিক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। বালুর স্ত্রী এবং মেয়ের উপার্জনের ওপরও নজর রয়েছে তদন্তকারীদের। এই আবহে আয়কর রিটার্নের নথি খতিয়ে ইডি জানতে পেরেছে, জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী নাকি টিউশন পড়িয়ে ৩.৩৭ কোটি টাকা উপার্জন করেছেন।

রিপোর্ট অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় রয়েছে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্ট। পেশায় প্রিয়দর্শিনী কলেজের সহকারী অধ্যাপক। এই আবহে তাঁর বার্ষিক আয় ২.৪৮ লাখ টাকা। তবে অ্যাকাউন্টে রয়েছে ৩.৩৭ কোটি টাকা। ইডির জেরার মুখে পড়ে নাকি প্রিয়দর্শিনী জানান, তিনি এই টাকা টিউশন পড়িয়ে আয় করেছেন। এদিকে বালুর স্ত্রীর অ্যাকাউন্ট রয়েছে আইডিবিআই-এর অ্যাকাউন্টে। সেখানে ৪.৩ কোটি টাকা রয়েছে।

এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। তিন বছর তিনি সচিবের দায়িত্ব সামলাবেন বলে নির্দেশিকায় জানিয়েছিল স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে ছিলেন প্রিয়দর্শিনী।

প্রসঙ্গত, শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি গোয়েন্দারা। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম।

এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর জানা যায়, শান্তিনিকেতনে একটি বাড়ি কিনেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। রিপোর্ট অনুযায়ী, শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয়র বাড়ির নাম 'দোতারা'। অভিযোগ, আনুমানিক প্রায় ছ’কোটি টাকা মূল্যের 'দোতারা' নামক বাড়িটি প্রায় ৮৫ লক্ষ টাকা খরচ করে কিনেছিলেন জ্যোতিপ্রিয়। আবার অপর এক রিপোর্টে দাবি করা হয়, দেড় কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। তবে এই বাড়ি জ্যোতিপ্রিয়র নামেই আছে নাকি সেটি অন্য কারও নামে আছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

বাংলার মুখ খবর

Latest News

T20 WC 2024 এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন KKR-এর প্রাক্তন ব্যাটার সঙ্গীত শিবনের শেষকৃত্য: হাজির অনুপম খের, রিতেশ দেশমুখ, আর কারা এসেছিলেন ওজন কমাতে চান? সঙ্গে রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, ফল পাবেন হাতেনাতে ‘‌পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় থানা জ্যাম করে রেখে দেব’‌, হুমকি দিলীপ ঘোষের পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, গুজরাটে ধরা পড়ল হানি ট্র্যাপ হওয়া যুবক নিজেকে ধোনি মনে করছেন, হার্দিকের অধিনায়কত্বে অহংকার দেখা যাচ্ছে- ডি'ভিলিয়ার্স বৃহস্পতিবার আদৃতের হয়ে গেলেন কৌশাম্বি! কেমন সাজ ছিল বর ও কনের মায়েদের, দেখুন ছবি মৃণালদা বকলে গীতাদি আগলাতো, আমার চেয়ে বেশি ওঁকে কোনও অভিনেতা চেনে না: অঞ্জন দত্ত খুব শুভ দিন অক্ষয় তৃতীয়া, এই দিনে কী কিনলে পাওয়া যাবে অক্ষয় ফল, জেনে নিন গতবারের থেকে এবার অক্ষয় তৃতীয়ায় সোনার দাম বাড়ল ১১,৪০০ টাকা! কলকাতায় আজ দর কত?

Latest IPL News

নিজেকে ধোনি মনে করছেন, হার্দিকের অধিনায়কত্বে অহংকার দেখা যাচ্ছে- ডি'ভিলিয়ার্স ভক্তদের কাছে ক্ষমা চাইছি: প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়ে কী বললেন স্যাম কারান? IPL 2024: দ্রাবিড়কে পিছনে ফেললেন কার্তিক, RCB জার্সিতে গড়ে ফেললেন এক নয়া নজির IPL-এ ধোনিকেও নেতৃত্ব থেকে সরিয়েছিলেন গোয়েঙ্কা, এবার ছাঁটতে পারেন রাহুলকে মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.