বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Soumendu Adhikari: দিনে ২ ঘণ্টার বেশি জেরা নয়, সৌমেন্দুর রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

Soumendu Adhikari: দিনে ২ ঘণ্টার বেশি জেরা নয়, সৌমেন্দুর রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

সৌমেন্দু অধিকারী। ফাইল ছবি

বিজেপিতে যোগ দিতেই সৌমেন্দুর বিরুদ্ধে মুঠো মুঠো মামলা দায়ের করেছে রাজ্য। আদালতকে জানালেন আইনজীবী। 

রাজ্যের করা মামলায় বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। আরও ৩ সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। একই সঙ্গে সৌমেন্দুকে জেরার জন্য বেঁধে দেওয়া নির্ঘণ্টও বহাল রেখেছে আদালত।

প্রতিহিংসামূলক আচরণের জেরে তাঁর বিরুদ্ধে মামলা করছে রাজ্য সরকার। এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাঁথির প্রাক্তন পুরপ্রধান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। ব্যক্তিগত পরিচয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। আবেদনের প্রেক্ষিতে তাঁকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হলে ফের আদালতের দ্বারস্থ হন সৌমেন্দুবাবু।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্তকে সৌমেন্দুূবাবুর আইনজীবী বলেন, ‘যতদিন তৃণমূলে ছিলেন ততদিন সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। বিজেপি যোগদান করতেই একের পর এক মামলা দায়ের হয়েছে।’ তখন বিচারপতি সরকারি আইনজীবীর কাছে জানতে চান সৌমেন্দুবাবুর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে। জবাবে সরকারি আইনজীবী বলেন, ৫টি। এর পর বিচারপতি বলেন, আমি তো দেখতে পাচ্ছি ৯টা মামলা রয়েছে। তার মধ্যে ১টা মামলা ইতিমধ্যে আদালত খারিজ করে দিয়েছে।

এর পরই সৌমেন্দুবাবুর রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেন বিচারপতি সেনগুপ্ত। নির্দেশে তিনি জানিয়েছেন, সৌমেন্দুবাবুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারবে। তবে কোনও কঠোর পদক্ষেপ করা চলবে না। ২ ঘণ্টার বেশি থানায় বসিয়ে রাখা যাবে না তাঁদে। সপ্তাহে ২ দিনের বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। সৌমেন্দুর রক্ষাকবচের মেয়াদবৃদ্ধি রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন