দেবীপক্ষ পড়লেও দুর্গাপুজো শুরু হতে এখনও হাতে পাঁচদিন বাকি। কিন্তু সেখানে মহালয়ার দিন লেক টাউন মোড়ে হঠাৎ কালো মাথার ভিড়। পুলিশ সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। সময় যত গড়াচ্ছে ভিড়ও তত বাড়ছে। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে সেটা তখনও অনেকে ঠাওর করতে পারছেন না। যাঁরা পথে গাড়ি করে অন্যত্র যাচ্ছেন তাঁদের অবস্থা এমনই। বাস দু’একটা আটকে পড়েছে। আর জানালা দিয়ে মুখ বের করে অনেকে বোঝার চেষ্টা করছেন, ওখানে হলটা কী? পরে বোঝা গেল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ খোলা হয়েছিল। তাই রাতেই দীর্ঘ যানজট দেখা গেল ভিআইপি রোড এবং ইএম বাইপাস–সহ একাধিক রাস্তায়। মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। এটা জানতে পেরেই ভিড় উপচে পড়তে শুরু করে।
এদিকে পুলিশ তখন ব্যারিকেড, দড়ি দিয়ে ভিড় সামলাতে বেশ চাপ অনুভব করতে শুরু করেছে। দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো কমিটি এবং পুলিশকে পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর উদ্বোধনে মুম্বই থেকে এসেছেন অভিনেত্রী বিদ্যা বালন। শনিবার রাত ৮টায় মণ্ডপ দর্শকদের জন্য খোলা যায়নি। কিন্তু মণ্ডপের বাইরে ভিড় উপচে পড়ল। ভিড়ে অসুস্থ হয়ে পড়েন এক মৃগী রোগী। তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে দেয় পুলিশ। রাত ৯টায় মণ্ডপে দর্শকরা প্রবেশ করতে পারেন। দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। অনেকে ঢুকতে না পেরে চেঁচামেচি শুরু করেন।
অন্যদিকে ২০২১ সালে অষ্টমীর রাতে ভিড়ের চাপে ভিআইপি রোড এবং ইএম বাইপাস যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছিল। তখন শ্রীভূমির দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। এমনকী ২০২২ সালেও দুর্গাপুজোর সময় ভিআইপি রোডে তীব্র ট্র্যাফিক যানজট দেখা দেয়। এই বছর আবার শ্রীভূমির দুর্গাপুজোর ভাবনা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ছিলই। এবার তা দুর্গাপুজো শুরু আগেই টের পেল পুলিশ কর্মীরা। মহালয়ার দিনেই যদি এমন ভিড় হয় তাহলে দুর্গাপুজোর দিনগুলিতে কী হবে? এই প্রশ্নই এখন তাড়া করছে পুলিশ–প্রশাসনকে।
আরও পড়ুন: উলুবেড়িয়ায় গৃহস্থ বাড়িতে লাগল আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু মা–বাবা–সন্তানের
আর কী জানা যাচ্ছে? এবার যানজট ঠেকাতে ভিআইপি রোডে উল্টোডাঙা থেকে লেক টাউনের দিকে যেতে বাঁ–দিকে উঁচু ‘ভিউ কাটার’ বসিয়েছে পুলিশ। যাতে চলন্ত গাড়ির যাত্রীরা গতি কমিয়ে মণ্ডপের দিকে না তাকান। দড়ি ফেলে ভিড় নিয়ন্ত্রণ করার বাহিনী এখনই রাস্তায় নেমে পড়েছে। এতকিছুর পরও ভিড় সামলাতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। পুলিশ সূত্রে খবর, এই ভিড়ের জেরে ইএম বাইপাস, হাডকোর দিকে সিআইটি রোড এবং হাডকো মোড়ের কাছে উল্টোডাঙা মেন রোডে তীব্র যানজট তৈরি হয়। এই ভিড় দেখেই ট্রাফিক নিয়ন্ত্রণের কৌশল ঠিক করা হচ্ছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘সুজিত তোমার পুজোর জন্য যদি রাস্তা ব্লক হয় তাহলে আমি তোমাকে ব্লক করে দেব।’