ফের বাধা কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠ স্বরের নমুনা সংগ্রহে। শুক্রবার সকালে ইজির আধিকারিকরা পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে গভীর রাতে তাঁকে স্থানান্তর করা হল ICUতে। তবে কেন তাঁকে ICUতে স্থানান্তর করা হল তা এখনো জানা যায়নি। কাকুকে ICUতে যে বেডে ভর্তি করা হয়েছে সেটি শিশুদের জন্য সংরক্ষিত বলে সূত্রের খবর।
SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সুজয়কৃষ্ণকে কার্ডিওলজির বিভাগের ৩ তলার জেনারেল ওয়ার্ড থেকে ১ তলার ICUতে ভর্তি করা হয়েছে। কার্ডিওলজি ICU-র ১৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ। সূত্রের খবর সেটি শিশুদের জন্য সংরক্ষিত। সেখানে কী করে তিনি ভর্তি হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সঙ্গে রাতারাতি তাঁর কী সমস্যা হল তা এখনো জানা যায়নি। সকালে জোকা ESI হাসপাতালের মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স নিয়ে SSKM হাসতাপালে হাজির হন ED-র আধিকারিকরা। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন ICUতে ভর্তি সুজয়কৃষ্ণ।
ED-র পরিকল্পনা ছিল জোকা ESI হাসপাতালের মেডিক্যাল টিম গ্রিন সিগনাল দিলে শুক্রবারই কালীঘাটের কাকুকে জোকায় নিয়ে আসবেন তাঁরা। সেখানে সংগ্রহ করা হবে তাঁর কণ্ঠস্বরের নমুনা। নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে না পারলে আদালতের দ্বারস্থ হবে ইডি। সেক্ষেত্রে SSKMএর অধিকর্তাকে তলব করতে পারে আদালত।
আদালতের নির্দেশ হাতে নিয়ে প্রায় ৩ সপ্তাহ ধরে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ED-র গোয়েন্দারা।