বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মণ্ডলে সংগঠন হচ্ছে কাগজে-কলমে ! দলের বৈঠকে রাজ্য নেতৃত্বকে তোপ দিলীপ ঘোষের

মণ্ডলে সংগঠন হচ্ছে কাগজে-কলমে ! দলের বৈঠকে রাজ্য নেতৃত্বকে তোপ দিলীপ ঘোষের

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ফাইল ছবি। (Ajay Aggarwal /HT PHOTO)

রবিবার দলের কার্যর্নিবাহী সভায় দলের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ই বৈঠকে উপস্থিত ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও সাংগঠনিক কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেন।

রাজ্যে ঠিক মতো দল চলছে না। নীচুতলার কর্মীদের সঙ্গে যোগ নেই উপরতলার। খাতায়কলমে সংগঠন থাকলেও মণ্ডলস্তরে তার অস্তিত্ব নেই। রবিবার দলের কার্যর্নিবাহী সভায় দলের বর্তমান অবস্থা নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য নেতৃত্বের কাজকর্মে খুশি নয় দিল্লিও। এই বৈঠকে উপস্থিত ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও সাংগঠনিক কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেন। এমন কী তিনি জেলা সভাপতিদের বদলেরও হুঁশিয়ারি দিয়েছেন।

নরেন্দ্র মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজ্য জুড়ে কর্মসূচির আয়োজন করা হবে। তারই প্রস্তুতি নিতে রবিবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে বিজেপির রাজ্য কার্যনির্বাহী বৈঠকের আয়োজন হয়েছিল। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে দিলীপ ঘোষ দলের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগঠন কাগজে-কলমে হচ্ছে। মণ্ডল স্তরে তার অস্তিত্বই নেই। অঞ্চল কমিটি হয়েছে বটে কিন্তু তাতে কোন সদস্য নেই।

তিনি আরও বলেন, দলের মোর্চাগুলিকে কাজে লাগানো হচ্ছে না। মূল দলের সঙ্গে তাদের কোনও বোঝাপড়া নেই। জেলা স্তরের সংগঠন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক ডাকলে চার-পাঁচ জনের বেশি উপস্থিত থাকেন না।

(পড়তে পারেন। ‘‌ইউক্রেনে যত বিস্ফোরণ হয়েছে তার থেকে বেশি বাংলায়’‌, বজবজ নিয়ে টুইট শুভেন্দুর

কেন তাঁর এই মত তা নিয়ে ব্যাখ্যা রাখতে গিয়ে বলেন, ' উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জেলায় ঘুরে আমার যা অভিজ্ঞতা হয়েছে, সেটাই বলতে চেয়েছি। দলের যেখানে ভুল-ত্রুটি হচ্ছে, তা আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নতুন ছেলেরা দায়িত্ব পেয়েছে, তাদের তো অভিজ্ঞতা কম। প্রশিক্ষণ দিতে হবে। আমি সেটা বলেছি।' যেহেতু বৈঠকের প্রথম দফার শেষ বক্তা ছিলেন তিনি, তাই তাঁর বিপক্ষে কেউ আর কিছু বলতে পারেননি।

তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, মোদী সরকারের এই বর্ষপূর্তি কমসূচিকে কেন্দ্র করে মণ্ডল ভিত্তিক সভাতেই জোর দিচ্ছেন তাঁরা। পাশাপশি, তিনি জানান, বিধানসভাওয়াড়ি সব মোর্চাকে একত্রিত করে সংযুক্ত মোর্চার সম্মেলন করা হবে।

বন্ধ করুন