বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > একাধিকবার বলেও কাজ হয়নি, বাইক ট্যাক্সিকে বাণিজ্যিক করতে কড়া পদক্ষেপ করবে রাজ্য

একাধিকবার বলেও কাজ হয়নি, বাইক ট্যাক্সিকে বাণিজ্যিক করতে কড়া পদক্ষেপ করবে রাজ্য

বাণিজ্যক করতে হবে প্রাইভেট বাইক ট্যাক্সিকে (টুইটার)

প্রাইভেট নম্বরপ্লেট নিয়েই শহরে কয়েক হাজার বাইক ট্যাক্সি ছুটে চলেছে। সেগুলিকে বাণিজ্যিক করার নির্দেশ দেওয়া হলেও কোনও অগ্রহ দেখাচ্ছে না অ্যাপ সংস্থাগুলি। তাই দ্রুত নির্দেশ কার্যকর করা না হলে এবার ধড়পাকড়ের রাস্তায় পরিবহণ দফতর হাঁটবে বলে এক আধিকারিক জানিয়েছেন।

একাধিকবার বলা সত্বেও প্রাইভেট বাইককে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। কোনও নিয়ম না মেনেই শহরের রাস্তায় যাত্রী বা খাবার নিয়ে প্রাইভেট বাইক ছোটাচ্ছেন চালকরা। এবার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। এ নিয়ে তারা বিভিন্ন বাইক ট্যাক্সি অ্যাপ এবং জোম্যাটো-সুইগির মতো খাদ্য সরবরাহকারী সংস্থাকে সম্প্রতি চিঠিও দিয়েছে। সংস্থাগুলি যদি এরপরও প্রাইভেট বাইককে বাণিজ্যিক করার উদ্যোগ না নেয় তবে কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটবে পরিবহণ দফতর।

প্রাইভেট নম্বরপ্লেট নিয়েই শহরে কয়েক হাজার বাইক ট্যাক্সি ছুটে চলেছে। সেগুলিকে বাণিজ্যিক করার নির্দেশ দেওয়া হলেও কোনও অগ্রহ দেখাচ্ছে না অ্যাপ সংস্থাগুলি। তাই দ্রুত নির্দেশ কার্যকর করা না হলে এবার ধড়পাকড়ের রাস্তায় পরিবহণ দফতর হাঁটবে বলে এক আধিকারিক জানিয়েছেন।

তবে বাইক ট্যাক্সি সংগঠনগুলি বলছে, এই নিয়ম কার্যকরী হলে বিপাকে পড়বেন চালকরা। এমনিতে নানা বঞ্চনার মধ্যে দিয়ে কাজ করতে হয়। তার উপর যদি বাণিজ্যিক করার চাপ আসে, তবে কত জন বাইক চালক রাস্তায় নামতে পারবেন তা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে।

বাইক ট্যাক্সগুলির সংস্থা তাদের পার্টনার হিসাবে দেখালেও লভ্যাংশ দেয় না। আবার শ্রমিকের স্বীকৃতিও দিতে চায় না কারণ তাতে অন্যান্য সুবিধা দিতে হবে। আবার চালকের উপর থাকে ভাল রেটিং পাওয়ার চাপ। নয়তো পেমেন্ট কমবে। ফলে ঝুঁকি নিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

(পড়তে পারেন। বাইক দুর্ঘটনা কমাতে কলেজ পড়ুয়াদের পাঠ দেবে রাজ্য, চালু হচ্ছে সেফটি ক্লাব)

অন্য একটি যুক্তিও চালকদের পক্ষে থেকে তুলে ধরা হচ্ছে। একবার যদি বাইককে বাণিজ্যিক করা হয় তবে পরে আর তা পরিবর্তন করা যাবে না। তাই বাইক ট্যাক্সি চালানো বন্ধ করে দিলেও বাণিজ্যিক করের টাকা দিতে হবে। একই সঙ্গে বেড়ে যাবে অন্যান্য খরচও।

পরিবহণ দফতরের পক্ষ থেকে শুধু বাইক ট্যাক্সি নয়, খাদ্য সরবরাহকারী সংস্থাগুলি এ নিয়ে নির্দেশ পাঠানো হয়েছে। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, বাণিজ্যিক বাইকের ক্ষেত্রে শুধুমাত্র নম্বর প্লেটের রং হলুদ করার কথা বলা হয়। কিন্তু তা সত্বে এই কাজে গতি আসেনি।

দফতরের হিসাব অনুযায়ী রাজ্য প্রায় ৪০ হাজার বাইক খাদ্য-পণ্য-যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত। এদের ৯৫ শতাংশেরই কোনও নম্বর প্লেট নেই। পরিবহণ দফতরের ওই কর্তার কথায়, মাত্র হাজার টাকার বিনিময়ে প্রাইভেট গাড়িকে বাণিজ্যিক করা যাবে। আর কোনও পরিবর্তন করতে হবে না। তা সত্বেও কেউ তেমন আগ্রহ দেখাচ্ছেন না। কিছু দিন অপেক্ষা করে এবার কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটবে পরিবহণ দফতর।

বন্ধ করুন