সুপার নিউমেরারি পদে কেন দুর্নীতির দায়ে চাকরিহারাদের নিয়োগের উল্লেখ রয়েছে? কার কার অনুমতিক্রমে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি? রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বুধবার এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য।’ তখন বিচারপতি বসু বলেন, ‘তাহলে এই পোস্ট তৈরির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কেন উল্লেখ করা হয়েছে যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের পাশাপাশি চাকরিহারাদেরও প্যানেলে রাখতে হবে? এমনকী তাদের চাকরির মেয়াদ যাতে নষ্ট না হয় সেই নির্দেশও রয়েছে বিজ্ঞপ্তিতে! এই বিজ্ঞপ্তি কার কার অনুমতি নিয়ে প্রকাশিত হয়েছে? দুর্নীতি স্বীকার করে যাদের চাকরি বাতিল করেছে SSC তারা কেন চাকরি পাবে?’ কারণ দর্শিয়ে সোমবারের মধ্যে এই মামলায় রাজ্য সরকার ও SSC-কে হলফনামা জমা দিতে বলেছে আদালত।
নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের পুনর্নিয়োগের জন্য অতিরিক্ত পদ তৈরি করে রাজ্য সরকার। মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই পদ সৃষ্টির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর।
তবে রাজ্যের এই সিদ্ধান্তকে ঘুরপথে টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষকদের বৈধতা দেওয়ার চেষ্টা বলে দাবি করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, জনগণের করের টাকায় এভাবে অযোগ্যদের জন্য শূন্যপদ তৈরি করা যায় না। এই নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন, আমি চাই না কারও চাকরি যাক। কারও চাকরি খেতে আমি দেব না।