বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tunnel Rescue: এখানে কোনও কাজ নেই, দিদিকে বলব কাজ দিন, বললেন সুড়ঙ্গ থেকে ফেরা মানিক তালুকদার

Tunnel Rescue: এখানে কোনও কাজ নেই, দিদিকে বলব কাজ দিন, বললেন সুড়ঙ্গ থেকে ফেরা মানিক তালুকদার

বাগডোগরা বিমানবন্দরে মানিক তালুকদার।

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিকবাবু বলেন, ‘ওখানে কত কোম্পানি, কত কাজ। এখানে কোনও কাজই নেই। আমি ওখানে ৩৪ হাজার টাকা বেতন পাই। এখানে কেউ দেবে? ছেলে বিএ পাশ করে বসে আছে। সরকারি, বেসরকারি কোনও চাকরিই নেই'।

উত্তর কাশী সুড়ঙ্গ বিপর্যয় থেকে উদ্ধারের পর রাজ্যে পা রেখেই কর্মসংস্থানের দাবিতে সরব হলেন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিক মানিক তালুকদার। শুক্রবার দমদম বিমানবন্দরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনও কাজ নেই। তাই কাজ করতে অন্য রাজ্যে যেতে হয়। দিদিকে বলব, কাজ দিন। তখন পাশে দাঁড়িয়ে হাসছেন কোচবিহার জেলার তৃণমূলের অন্যতম নেতা পার্থপ্রতীম রায়। 

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ৪০ জন সহকর্মীর সঙ্গে আটকে ছিলেন মানিক তালুকদারও। গত মঙ্গলবার সুড়ঙ্গ বেরনোর পর ভর্তি ছিলেন ঋষিকেশ এইমস হাসপাতালে। সেখান থেকে বৃহস্পতিবার ছাড়া পান। শুক্রবার বাগডোগরা হয়ে ফেরেন কোচবিহারের বাড়িতে।

বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিকবাবু বলেন, ‘ওখানে কত কোম্পানি, কত কাজ। এখানে কোনও কাজই নেই। আমি ওখানে ৩৪ হাজার টাকা বেতন পাই। এখানে কেউ দেবে? ছেলে বিএ পাশ করে বসে আছে। সরকারি, বেসরকারি কোনও চাকরিই নেই। কাজ না করলে সংসার চালাব কী করে? দিদিকে বলব একটা কাজ দিন। বাইরে যেতে চাই না।’

এর আগে একই কথা শোনা গিয়েছিল সুড়ঙ্গে আটকে পড়া হুগলির পাখিরা পরিবারের মুখেও। মানিকবাবুর বক্তব্যে রাজ্যে কর্মসংস্থানের করুণ চেহারাটা প্রকাশ্যে চলে এস বলে মনে করছেন অনেকে। তাদের দাবি, কর্মসংস্থান না থাকায় অনেককেই বাধ্য হয়ে যে বাড়ির বাইরে থাকতে হচ্ছে তার জন্য ক্ষোভ তৈরি হয়েছে পরিজনদের মধ্যেও। এতদিন শাসকের ভয়ে চুপ করে থাকলেও এবার মুখ খুলতে শুরু করেছেন তাঁরা। তাদের দাবি, গোটা দেশে শিল্পায়নের যজ্ঞ চললেও পশ্চিমবঙ্গে তার কোনও চিহ্ন দেখতে পাওয়া যায় না। বাম জমানা থেকেই পশ্চিমবঙ্গ বিমুখ শিল্পপতিরা। তৃণমূল জমানাতেও তার কোনও পরিবর্তন ঘটেনি। যার মাসুল দিচ্ছে রাজ্যের যুব সমাজ।

 

বাংলার মুখ খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.